• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাঁওতালপল্লিতে আগুন দেয় দুই পুলিশ


আদালত প্রতিবেদক মার্চ ৯, ২০১৭, ১২:৩২ পিএম
সাঁওতালপল্লিতে আগুন দেয় দুই পুলিশ

ঢাকা: গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগ্নিসংযোগ করেছিলেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মাহবুবুর রহমান ও পুলিশ লাইনসের কনস্টেবল মো. সাজ্জাদ হোসেন। এ বিষয় উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়েছে।

আদালত সূত্র জানায়, সাঁওতালপল্লিতে আগুন দেয়ার ঘটনায় পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি প্রতিবেদন দিয়েছে। সেখানে ওই এসআই ও কনস্টেবলের নাম এসেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলামকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।

প্রতিবেদন উল্লেখ করা হয়, ঘটনার দিন দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫৮ জন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। ওই সময় সাঁওতালপল্লিতে আগুন দেয়ার ঘটনাও ঘটে। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় ওই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত ও কয়েকজন সাঁওতাল নিহত হন।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!