• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাঁড়াশি অভিযানে আটক ৬৭৩


নিউজ ডেস্ক জুন ১০, ২০১৬, ০৪:২২ পিএম
সাঁড়াশি অভিযানে আটক ৬৭৩

জঙ্গি দমনে সারাদেশে পুলিশের সাঁড়াশি অভিযানের প্রথম ছয় ঘণ্টায় বিভিন্ন জেলা থেকে ৬৭৩জনকে আটকের খবর পাওয়া গেছে। এর সংখ্যা কম বেশি ও হতে পারে।আটককৃতদরে মধ্যে জামায়াত-শিবিরের কর্মীদের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিরাও রয়েছেন। 

পুলিশ সদরদপ্তর বলছে, শুক্রবার (১০ জুন) ভোর থেকে শুরু হওয়া এই অভিযান চলবে আগামী সাত দিন। 

চট্টগ্রামে জঙ্গিবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পর বৃহস্পতিবার (৯ জুন) পুলিশ সদর দপ্তরে আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই ‘সাঁড়াশি অভিযান’ পরিচালনার সিদ্ধান্ত হয়।

এর অংশ হিসেবে রাজধানী ঢাকাতেও রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি জোরদার করা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সকাল থেকে ‘অনেককে আটকের কথা জানালেও সুনির্দিষ্ট কোনো সংখ্যা বলেননি।

স্থানীয় পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

ঝিনাইদহ

ঝিনাইদহে শুক্রবার ( ১০ জুন) দুপুর পর্যন্ত জামায়াতে ইসলামীর চারজনসহ মোট ২৭ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ আকবর আলী।

জামায়াতে ইসলামীর চারজনকে আটক করা হয় মহেশপুর উপজেলা থেকে। অন্যরা বিভিন্ন মামলার পলাতক আসামি বলে জানান পুলিশ সুপার।

দিনাজপুর

দিনাজপুরের পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্য মোশাররফ হোসেন জানান, জেলার ১৩ উপজেলা থেকে দুপুর পর্যন্ত জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ১০০ জনকে আটক করা হয়েছে ।

কুষ্টিয়া

কুষ্টিয়ায় শুক্রবার (১০ জুন) দুপুর পর্যন্ত জেলার সাত থানা থেকে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীসহ মোট ৬৭ জনকে তারা আটক করেছেন জানান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন

সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা পুলিশের এসআই কামাল হোসেন বলেন, তার জেলায় শুক্রবার (১০ জুন) সকাল থেকে ৩৫ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী

রাজশাহীতে আটক হয়েছেন ৩৪ জন। বৃহস্পতিবার (৯ জুন) মধ্যরাত থেকে শুক্রবার (১০ জুন) ভোর পর্যন্ত তাদের আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, নগরীতে মোট ৩১ জন আটক হয়েছে। তাদের মধ্যে ১৫ জন বিভিন্ন মামলার আসামি। অপর ১৬ জন মাদক বিক্রেতা ও মাদকসেবী।

বিশেষ অভিযানের প্রথম দিনে জঙ্গি সংশ্লিষ্ট কাউকে রাজশাহীতে পাওয়া যায়নি বলে জানান তিনি।

রাজশাহীর অতিরিক্তি পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, দুর্গাপুরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার দুই আসামি ও পুঠিয়ায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছেন তারা।

মাগুরা

মাগুরায় বৃহস্পতিবার (৯ জুন) রাত থেকে শুক্রবার (১০ জুন) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গা থেকে ২৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, জেলার চার উপজেলা থেকে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  তারা  বিভিন্ন মামলার আসামি।

টাঙ্গাইল

টাঙ্গাইল পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, জেলার ১২টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযানের প্রথম দিন দুপুর পর্যন্ত ৬৮ জনকে আটক করেছে পুলিশ।

তাদের মধ্যে বিভিন্ন মামলার আসামিও রয়েছেন বলে জানান তিনি।

সিলেট

সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন স্থান থেকে মোট ১৫১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

জেলা পুলিশের এএসপি ( মিডিয়া)  সুজ্ঞান চাকমা জানান, জেলার বিভিন্ন স্থান থেকে তারা ৫১ জনকে আটক করেছেন, যারা  বিভিন্ন মামলার আসামি।

আর মহানগর এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে বলে নগর পুলিশের এডিসি (মিডিয়া) রহমত উল্লাহ জানিয়েছেন।

রংপুর

রংপুরের বিভিন্ন এলাকা থেকে শুক্রবার (১০ জুন) বিভিন্ন মামলায় ১৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নোয়াখালী

নোয়াখালীতে শুক্রবার (১০ জুন) অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে। নোয়াখালী জেলা পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার থেকে সাঁড়াশি অভিযান পুলিশের

দেশজুড়ে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!