• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন


এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও মার্চ ১৯, ২০১৮, ১০:১৬ এএম
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও: ডিবিসি নিউজের বরিশালের ক্যামেরাপারসন সুমন হাসানের ওপর ডিবি পুলিশের নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঠাকুরগাঁও জেলার সাংবাদিকরা।

রোববার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে ঠাকুরগাঁও প্রেস ক্লাব, ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাব, ঠাকুরগাঁও টেলিভিশন জারনালিস্ট এসোসিয়েশন, ঠাকুরগাঁও অনলাইন জারনালিস্ট এসোসিয়েশনের সদস্যদের অংশগ্রহণে উক্ত  মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বদিউজ্জামান বিপ্লব, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, ঠাকুরগাঁও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মনসুর আলী প্রমুখ।

বক্তারা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!