• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে কলমবিরতি


রংপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ৬, ২০১৭, ০৬:৫৮ পিএম
সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে কলমবিরতি

রংপুর: সমকালের সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও কলম বিরতি কর্মসুচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন সমাবেশে দ্রুত বিচার ব্যবস্থায় হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির বিষয়ে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

বেরোবিসাস’র সভাপতি তপন কুমার রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রামের সঞ্চালনায় সমাবেশে বক্তারা দেশব্যাপী চলমান সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান।

বেরোবি শিক্ষক সমিতির সভাপতি ড. তুহিন ওয়াদুদ বলেন, সাংবাদিকরা দেশের কল্যাণের স্বার্থে সততার সহিত দিনরাত কঠোর পরিশ্রম করেন। জবাবদিহিতা তৈরি করতে তারা গঠনমুলক সমালোচনা করতেই পারেন। তাই বলে তাদের উপর এমন নির্মম আচরণ মেনে নেয়া যায়না।

এসময় সমকালের রংপুর অফিস প্রধান ইকবাল হোসেন নিহত শিমুলের রুহের মাগফিরাত কামনা করে দ্রুত হত্যাকারীদের শাস্তির দাবি জানান।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক দ্যা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার রংপুর ব্যুরো প্রধান আব্দুস শাহেদ মন্টু,  মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হক, বেরোবিসাসের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোবাশ্বের আহমেদ, ছাত্র ইউনিয়ন বেরোবি শাখার সভাপতি মশিউর রহমান বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি যুগেশ ত্রিপুরা, উদীচী শিল্পিগোষ্ঠীর সভাপতি ওয়াদুদ সাদমান, বেরোবি ডিবেট এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক উজ্জল অধিকারী, বিতর্ক চর্চা কেন্দ্রের রুবেল, সুমাইয়া সীমা প্রমুখ।

মানববন্ধন শেষে বেরোবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ ঘন্টাব্যাপী কলম বিরতি পালন করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!