• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাংবাদিক শিমুলের স্ত্রীকে চাকরি দিলেন স্বাস্থ্যমন্ত্রী


সিরাজগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ৫, ২০১৭, ০৯:৪০ এএম
সাংবাদিক শিমুলের স্ত্রীকে চাকরি দিলেন স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ: পৌর মেয়রের ব্যক্তিগত শর্টগানের গুলিতে নিহত সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের বিধবা স্ত্রীকে পূর্ণবাসনের লক্ষ্যে চাকুরির নিশ্চয়তা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।  

শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুরে নিহত সাংবাদিক শিমুলের বাড়ীতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় মন্ত্রী নিহতের পরিবারকে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন। 

চাকরির নিশ্চয়তা দিয়ে মন্ত্রী বলেন, আগামী ২/৩ দিনের মধ্যে শিমুলের স্ত্রী নূরুন নাহার খাতুনকে এসেনশিয়াল ড্রাগ ওষুধ কোম্পানীর নিয়োগপত্র দেয়া হবে। পরবর্তীতে তাকে আরও ভাল কোন জায়গায় পোষ্টিং দেয়া হবে বলেও জানান তিনি। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করার সময় একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে এটা খুবই দু:খজনক। হত্যাকারী যত ক্ষমতাধরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন।  

এ সময় এলাকাবাসী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরু বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার দাবী জানালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন। খুব শীঘ্রই গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, মন্ত্রী পত্নী বেগম লায়লা নাসিম, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, উপজেলা নির্বাহী অফিসার আলীমুল রাজীবসহ অনেকে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!