• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন খারিজ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৭, ২০১৭, ১১:৫৯ এএম
সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন খারিজ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করার কয়েক ঘণ্টার মধ্যে তা খারিজ করে দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে মমতাজ ইসলাম নামের এক ব্যবসায়ী আদালতে ওই আবেদন করেছিলেন। বিকেলে শুনানি নিয়ে মহানগর হাকিম মাজহারুল হক আবেদনটি খারিজ করে দেন বলে মমতাজের আইনজীবী এখলাছ উদ্দিন ভুইয়া জানান।

মামলার আর্জিতে বলা হয়, পুরান ঢাকার বঙ্গবাজারের উল্টো দিকে আনন্দবাজারে বঙ্গ ইসলামীয়া সুপার মার্কেট উচ্ছেদ করে রেলের জমি উদ্ধার হবে- এমন কথা বিভিন্ন জনসভা ও গণমাধ্যমে সাঈদ খোকন বলেছেন।

আইনজীবী এখলাছ বলেন, পুরুষানুক্রমে ৪২ বছর ধরে এই মার্কেটের জায়গার মালিক মমতাজ ইসলাম। আদালতে তাদের পক্ষে রিটও করা হয়েছে। কিন্তু আদালতের আদেশ উপেক্ষা করে মেয়র সাঈদ খোকন জায়গাটিতে আনন্দবাজার বাস স্টেশন করতে চাচ্ছেন। বিভিন্ন জনসভা ও গণমাধ্যমে এই অভিপ্রায় ব্যক্ত করায় বাদির মানহানি হয়েছে।

এজন্য মামলার আবেদন করা হয়েছিল। আইনজীবী এখলাছ বলেন, শুনানি শেষে মামলার পক্ষে যথেষ্ট তথ্য-উপাত্ত না থাকায় তা খারিজ করে দেন বিচারক।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!