• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাকিব বোলিং করতে পারবেন কিন্তু ব্যাটিং...


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২২, ২০১৮, ০৬:৪৬ পিএম
সাকিব বোলিং করতে পারবেন কিন্তু ব্যাটিং...

ফাইল ছবি

ঢাকা: ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়ে মাঠ থেকে হাসপাতালে যেতে হয়েছিল সাকিব আল হাসানকে। বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে দুই স্তরের সেলাই পর্যন্ত দিতে হয়েছে। যে কারণে টেস্ট সিরিজে তো খেলতে পারেনইনি। মিস করেছেন টি-টোয়েন্টি সিরিজও। সেই সঙ্গে এই বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতিতে রীতিমত ধুকেছে বাংলাদেশ দল।  

সামনে আরও একটি ত্রিদেশীয় সিরিজ। তাও আবার শ্রীলঙ্কার মাটিতে। স্বাধীনতার ৭০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘নিদাহাস ট্রফি ২০১৮’ শিরোনামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের অপর দুই দল বাংলাদেশ ও ভারত। আগামী ৮ মার্চ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। তার আগে লাল সবুজের সমর্থকদের সুখবর দিলেন সাকিব আল হাসান।

বৃহস্পতিবার সকালে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেছেন সাকিব। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে প্রায় দেড় ঘণ্টা জিম করেছেন তিনি। ফেরার পথে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক বললেন, ‘এখন অনেক ভালো অবস্থায় আছি। তবে এটা নিয়ে চিকিৎসকেরাই ভালো বলতে পারবেন।’

এদিকে সাকিবের চোটাক্রান্ত আঙুলের মাঝ অংশ এখনও কিছুটা ফোলা রয়েছে। যে কারণে জিম করলেও ব্যাটিং-বোলিং অনুশীলন করেননি তিনি। জানতে চাইলে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, পূর্ণ অনুশীলনে আরও তিন-চার দিন লেগে যেতে পারে সাকিবের, ‘বোলিং সে দ্রুতই শুরু করতে পারবে। ব্যাটিং কবে শুরু করতে পারে, সেটিই হচ্ছে কথা। দ্রুত সেরে উঠছে, ৫০-৬০ ভাগ আঙুলের ভাঁজ খুলতে পারছে। ব্যাটিং শুরু করতে হয়তো তিন-চার দিন লেগে যেতে পারে। সব ঠিক থাকলে শ্রীলঙ্কা নিদাহাস ট্রফিতে তাকে আশা করা যেতে পারে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!