• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘সাকিব ভাইয়ের মতো হওয়া সম্ভব নয়’


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৫, ২০১৮, ০৭:৫৯ পিএম
‘সাকিব ভাইয়ের মতো হওয়া সম্ভব নয়’

ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে সমাগত জিম্বাবুয়ে সিরিজ। সোমবার থেকে বাংলাদেশ দল অনুশীলন ক্যাম্প শুরু করেছে। শুরুতেই স্কিল অনুশীলন। আর প্রতিদিন নিয়ম করে একজন ক্রিকেটারকে আনা হবে সংবাদমাধ্যমের সামনে। সোমবার এসেছিলেন জিম্বাবুয়ে সিরিজের একমাত্র নতুন মুখ ফজলে রাব্বি। ১৪ বছরের বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে তিনি সুযোগ পেয়েছেন জাতীয় দলে।

রাব্বিকে নেওয়া হয়েছে সাকিব আল হাসানের শূন্যতা পূরণ করার জন্য। টপ অর্ডারে ব্যাটিং করার পাশাপাশি বরিশালের এই ক্রিকেটার বাঁ-হাতে স্পিন বলটাও ভালো করেন। সাকিবের অভাব রাব্বি কতটা পূরণ করতে পারেন সেটা সময় বলবে। তবে জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পাওয়া এই বাঁ-হাতী ওপেনার বাস্তবতা মেনে বলছেন, ‘সাকিব ভাইয়ের জায়গা নেওয়া কারও পক্ষে সম্ভব না। আমি মূলত ব্যাটিং অলরাউন্ডার। ব্যাটিং করতে বেশি ভালোবাসি। পাশাপাশি দলের প্রয়োজনে বোলিং করতে পারি। যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এই ভূমিকাটা পালন করার চেষ্টা করব। তবে সাকিব ভাইয়ের জায়গা নেওয়া নয়, যেটা পারি সেটিই করার চেষ্টা করব।’

একটু বেশি বয়সেই জাতীয় দলে সুযোগ পেলেন রাব্বি। বাংলাদেশের প্রেক্ষাপটে ৩০ বছর বেশিই। অনেকে এই বয়সে ক্রিকেটই ছেড়ে দিয়েছেন। সেখানে রাব্বির অভিষেক হতে চলেছে। তাছাড়া জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখাটা বেশ কঠিন। কারণ তারা ওরকম সুযোগ-সুবিধা পান না। রাব্বি এই জায়গায় ব্যতিক্রম। তাঁর ফিটনেস লেভেল খুবই ভালো। এর রহস্য কী?

রাব্বির জবাব, ‘এবারের প্রিমিয়ার লিগ বেশ ভালো গেছে আমার। আমার মনে হয়েছে ফিটনেসটা যদি আরেকটু ভালো থাকত, তাহলে আমার রান ৭০০ থেকে ৮০০-৮৫০ রান হতে পারত। তখন আমার মাথায় আসছে, যে করেই হোক নিজের ফিটনেসে উন্নতি করতে হবে। আমার সৌভাগ্য, তখন আমাকে বাংলাদেশ “এ” দলে ডাকা হয়েছিল। সেখানে দুই আড়াই মাসের মতো একটা ফিটনেস ক্যাম্প হয়েছে। ওই ক্যাম্পটা আমার খুব কাজে এসেছে। খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। ওজন কমিয়েছি। বয়স নিয়ে যে কথাটা হচ্ছে, এসব নিয়ে ভাবি না। যদি ফিট থাকি আর আমার পারফরম্যান্স যদি ভালো থাকে, তাহলে বয়স কোনো বিষয় না।’

একটা সময় হতাশা থেকে ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা চিন্তা করেছিলেন রাব্বি। আবার কোন আশায় ক্রিকেটে ফিরলেন? রাব্বি বলছেন, ‘চিন্তা করেছিলাম খেলা ছেড়ে দেওয়ার। কিন্তু কিছুদিন চাকরি করার পর আমার মনকে সান্ত্বনা দিতে পারলাম না। মনে হলো, ক্রিকেট ছাড়া থাকতে পারব না। তারপর আবার চলে এলাম, আবার খেলায় মন দিলাম। একেবারে খোলা মনে যখন খেলতে শুরু করলাম, মনে কোনো চাপ ছিল না। শেষ পর্যন্ত ভালো হয়েছে। এরপর থেকেই পরিবর্তনটা শুরু, মানসিকতায় পরিবর্তন এসেছে। বুঝেছি, চাপ ছাড়া খেললে ভালো খেলত পারব। এখন তেমন চিন্তাই করি না খেলা নিয়ে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!