• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সাকিব-মাশরাফিদের কোচিং করানোর অভিজ্ঞতা আমার আছে’


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ২৮, ২০১৭, ০৯:৩৪ পিএম
‘সাকিব-মাশরাফিদের কোচিং করানোর অভিজ্ঞতা আমার আছে’

ফাইল ছবি

ঢাকা: খালেদ মাহমুদ। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন অলরাউন্ডার। ব্যাট বল দুটোতেই ছিলেন সিদ্ধহস্ত। সাবেক এই অধিনায়ক খেলা ছেড়েছেন বেশ ক'বছর আগেই। কিন্তু ছাড়তে পারেননি ক্রিকেট। বরং এখনও চৌকস নৈপুন্য প্রদর্শন করে চলেছেন।

বোর্ড পরিচালকের পদ থেকে জাতীয় দলের ম্যানেজার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়ে একাধিক দায়িত্ব সফলতার সঙ্গেই পালন করে যাচ্ছেন খালেদ মাহমুদ। এবারই প্রথম জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

অবশ্য সাকিব-তামিম-মাশরাফিদের সামলানোর যোগ্যতা তার আছে। কারণ, ক্লাব ক্রিকেট, জাতীয় লিগ, বিসিএল ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত কোচিংয়ের দায়িত্ব পালন করে আসছেন খালেদ মাহমুদ।

প্রথমবারের মতো জাতীয় দলের কোচের (টেকনিক্যাল ডিরেক্টর) দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত সাবেক এই অলরাউন্ডার। এই দায়িত্বে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় দিন পার করলেন তিনি। কেমন অনুভুতি জানতে চাইলে খালেদ মাহমুদ বলেন, ‘সত্যি কথা বলতে আমি রোমাঞ্চ অনুভব করছি। এই অভিজ্ঞতা পুরনো হলেও, এই মুহূর্তে সেটা দারুণ উপভোগ্য।’

তিনি জানান, ম্যানেজার হিসেবে কাজ করার চেয়েও কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা বেশি তার! এ প্রসঙ্গে খালেদ মাহমুদের ভাষ্য, ‘শেষ তিন বছর প্রায় নিয়মিতই ম্যানেজার ছিলাম। তবে এটা সত্য, জাতীয় দলে বেশি সময় ধরে ম্যানেজার হিসেবে কাজ করেছি। যদিও ব্যক্তিগতভাবে আমার ম্যানেজারের চেয়ে কোচিং অভিজ্ঞতা অনেক বেশি।’

তিনি বলেন, ‘আমার কোচিং ক্যারিয়ারের বয়স প্রায় এক যুগ হতে চললো। এ দীর্ঘ সময় ঢাকার ক্লাব ক্রিকেট, জাতীয় লিগ, বিসিএল ও বিপিএলে নিয়মিত কোচিং করিয়েছি। আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় সুযোগ। কারণ কোচিংয়ের এ কাজটাই অনেক বেশী উপভোগ করি আমি।

খালেদ মাহমুদ বলেন, ‘এটা সত্যি যে, আগে কখনই জাতীয় দলকে কোচিং করাইনি। কিন্তু জাতীয় দলে খেলা তামিম, মুশফিক, সাকিব, মাশরাফি, মাহমুদউল্লাহদের কোন না কোনভাবে কোচিং করানোর অভিজ্ঞতা আমার আছে। এদের সবার কোচ হিসেবে কাজ করেছি।'

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!