• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিব-মিরাজ বনাম অশ্বিন-জাদেজা


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০১৭, ০৮:২৫ পিএম
সাকিব-মিরাজ বনাম অশ্বিন-জাদেজা

ঢাকা: বাংলাদেশের তরফ থেকে ‘ঐতিহাসিক’ টেস্ট তকমায় আপত্তি থাকলেও ভারতের সেটা নেই। তারা হায়দরাবাদ টেস্টকে ঐতিহাসিকই বলছেন। বিরাট কোহলি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে তাই বলে গেছেন। সেই ঐতিহাসিক টেস্টে ভালো কিছু উপহার দেওয়া বাংলাদেশের দায়িত্বের মধ্যে পড়ে গেছে। এর কারণ মুশফিকুর রহীমই দেশ ছাড়ার আগে পরিষ্কার বলে গেছেন। যেটা মুখ ফোটে বলেননি সেটা হল, এতদিন বাংলাদেশের প্রতি ভারত বৈষম্যমূলক আচরণই করেছে!

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর পৃথিবীর সব দেশ সফর করলেও বাংলাদেশ পাশের দেশেই যেতে পারেনি! এটা ক্রিকেটার কেন, বাংলাদেশের আমজনতাকেও অবাক করেছে! যে কারণে বাংলাদেশকে ডাকেনি ভারত সেটা আরও লজ্জার। তাই মুশফিকদের সামনে ভালো খেলা উপহার দিয়ে তার জবাবটা দেওয়া দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ দায়িত্ব নিয়ে সেই জবাব কতটা দিতে পারে সেটা বোঝা যাবে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে। হায়দরাবাদে পাঁচ দিন বাংলাদেশ কি পারবে সুখস্মৃতি নিয়ে কাটিয়ে দিতে? পারবে কি সেশন বাই সেশন ভালো খেলে প্রকৃত অর্থে লড়াই উপহার দিতে? মাঠের লড়াইয়ে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

তার আগে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে হায়দরাবাদের উইকেটের আচরণ কেমন হবে?  ঐতিহ্য মেনে ভারত যদি বাংলাদেশের জন্যও স্পিন ফাঁদ তৈরি করে তাহলে লড়াইটা হবে বাংলাদেশের স্পিন বনাম ভারতের স্পিন। ভারতের রবিচন্দ্র অশ্বিন-রবিন্দ্র জাদেজা-জয়ন্ত যাদব যেমন আছেন বাংলাদেশেরও আছে সাকিব আল হাসান-মেহেদি হাসান মিরাজ-তাইজুল ইসলামরা।

ঘরের মাঠে গত কয়েকটি সিরিজে ভারত স্পিনারদের দিয়ে  প্রতিপক্ষকে ঘায়েল করেছে। একই কৌশল বাংলাদেশের বিপক্ষে নেওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করা করুণ নায়ার।

ভারতের মত বাংলাদেশেরও তিন স্পিনার নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। সাকিব-মিরাজের সঙ্গে তাইজুল। নিউজিল্যান্ডে কন্ডিশনের কারণে বাংলাদেশের স্পিনাররা সেখানে ছরি ঘোরাতে পারেননি। তার আগে ঘরের মাঠে চিত্র ছিল সম্পূর্ণ আলাদা। সেখানে ইংল্যান্ডকে পর্যদস্তু করতে বড় ভুমিকা রেখেছেন স্পিনাররাই। চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের ২০ উইকেটের ১৯টিই তুলে নিয়েছিলেন স্পিনাররা। মিরপুরে ২০ উইকেটের মধ্যে ২০টিই পেয়েছেন স্পিনাররা। দুই টেস্টের চার ইনিংসে তিনবার ৬টি করে উইকেট নেন মিরাজ।

ভারতও ইংল্যান্ডকে স্পিন দিয়েই শেষ করেছে। পাঁচ টেস্টের সিরিজে অশ্বিন তুলে নিয়েছেন ২৮ উইকেট। জাদেজা পেয়েছেন ২৬টি উইকেট। তিন টেস্ট খেলে জয়ন্ত যাদব নিয়েছেন ৯টি উইকেট। সবমিলে পাঁচ টেস্টের সিরিজে ভারতীয় স্পিনাররা পেয়েছেন ৬৮টি উইকেট। এক অর্থে তাই হায়দরাবাদ টেস্ট বাংলাদেশ-ভারতের স্পিন লড়াইও। এই ম্যাচে আর ৭৮ রান করলে একটা মাইলফলক পার করবেন মুশফিক। হাবিবুল বাশার, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তিনি হবে চতুর্থ বাংলাদেশী হিসেবে তিন হাজার রান করার কৃতিত্ব দেখাবেন।

বাংলাদেশ দল (সম্ভাব্য): মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।

ভারত দল (সম্ভাব্য): মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, করুণ নায়ার/জয়ন্ত যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্র অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা ও উমেশ যাদব।    

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!