• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাকিব-মোস্তাফিজদের হাথুরুর বার্তা


ক্রীড়া ডেস্ক জুন ১৩, ২০১৭, ০৯:২৮ পিএম
সাকিব-মোস্তাফিজদের হাথুরুর বার্তা

ঢাকা: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এত বড় সুযোগ কখনও আসেনি। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল মাশরাফির দল। ওটাই ছিল বাংলাদেশের বৈশ্বিক আসরে বড় অর্জন। এবার সেটাকেও ছাড়িয়ে গেছে মাশরাফিরা। এরই মধ্যে তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেছে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এ কথা বলার প্রয়োজন নেই যে, ভারত কোন মাপের দল।

তবে বাংলাদেশ দলের কোচ সিনিয়র-জুনিয়রদের একটা বার্তা দিয়েছেন, তা হলো ‘ বড় ম্যাচ’ নয় বরং এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করতে। তিনি বলেন, ‘বার্তা থাকবে একটাই, এটা বড় ম্যাচ নয়, আমাদের জন্য বড় সুযোগ। যেকোনো ক্রিকেটার চাইবে সুযোগটা কাজে লাগাতে। জুনিয়র-সিনিয়র দলের সবার প্রতি আমার বার্তা থাকবে, দুই হাতে লুফে নাও সুযোগটা।’

৩৩ রানে ৪ উইকেট চলে যাওয়ার পর কার্ডিফে যেভাবে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ সেটা নিশ্চয় আত্মবিশ্বাস যোগাবে সাকিব-তামিমদের। এই আত্মবিশ্বাসকে কাজে লাগাতে চান হাথুরু, ‘দল নির্ভার আছে। অবশ্যই এই ম্যাচ খেলতে আমরা উন্মুখ। আমরা যে এ পর্যন্ত আসতে পেরেছি এবং যেভাবে খেলেছি তাতে খুশি। আমরা আত্মবিশ্বাসী। তবে এটি আরেকটা ম্যাচ হিসেবেই নিচ্ছি।’

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে থেকেই ফেবারিটের তকমা পেয়েছে ভারত। তারওপর দলটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। বাংলাদেশের কোচ বলছেন, ‘টুর্নামেন্ট শুরুর আগ থেকেই তারা ফেবারিট। এখনো তারা ফেবারিট। যদি আমরা আমাদের সম্ভাবনা অনুযায়ী খেলতে পারি, যেকোনো দলকে হারাতে পারি।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!