• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাকিবকে নিয়ে বড় আশা লক্ষণের


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৬, ২০১৮, ০৬:৫৬ পিএম
সাকিবকে নিয়ে বড় আশা লক্ষণের

ফাইল ফটো

ঢাকা: আইপিএল ভারতের ঘরোয়া ক্রিকেট হলেও এটি নিয়ে গোটা ক্রিকেট দুনিয়ার তুমুল আগ্রহ। এই  সময় আন্তর্জাতিক ক্রিকেট হয় না বললেই চলে। সবাই বুঁদ হয়ে আইপিএল ‍উপভোগ করেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এদেশের ক্রিকেটপ্রেমীরা এক মাসেরও বেশি সময় এই ‍টুর্নামেন্ট উপভোগ করবেন। এবার বাংলাদেশের সমর্থন বেশি পাবে দুটি দল, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স।

এই দুই দলেই খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিবকে বড় আশা করে দুই কোটি রুপিতে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ। বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের অন্তর্ভুক্তিতে দলটিতে ব্যালান্স এসেছে। গত বছর যেটি নিয়ে যথেষ্ট ভুগতে হয়েছে হায়দরাবাদকে। ওপেনাররা ভালো শুরু করে দিলেও তাদের মিডল অর্ডারদের ব্যর্থতায় বড় স্কোর বা লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হতে হয়েছে।

হায়দরাবাদের মিডল অর্ডার এবার বেশ শক্তিশালী। সেটি তাদের ক্রিকেটারদের দিকে তাকালেই বোঝা যায়। মণীশ পাণ্ডে, সাকিব আল হাসানের সঙ্গে ইউসুফ পাঠান। টপ অর্ডার ব্যর্থ হলে এই তিনজনের কেউ না কেউ দাঁড়িয়ে যাবেই।

দলের মিডল অর্ডার নিয়ে দারুন আশাবাদি হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষণ। তাঁর কথায়,‘ গত কয়েক বছর আমাদের মিডল অর্ডার তেমন কার্যকর ছিল না। কিন্ত এবার মণীশ পান্ডে, ইউসুফ পাঠান, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসানের মত বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা দ্রুত উইকেট পতন ঘটলেও দলকে টেনে নিয়ে যেতে পারবে।’

এবার হায়দরবাদের খেলার ধরণেও পরিবর্তন আসবে বলে জানিয়েছেন লক্ষণ। তিনি বলেন,‘ গত বছর আমরা দুই স্পিনার থাকার পরও একজনকে খেলিয়েছি। কিন্তু এ বছর অবশ্যই দু’জনকে খেলাব। কারণ সাকিব অলরাউন্ডার। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা তার কাছে থেকে ব্যাটিং পাব যা ব্যালান্স দল গঠনে ভূমিকা রাখবে।’

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সাকিব বড় এক নাম। যে দলেই তিনি খেলেছেন সাফল্য পেয়েছেন। এ নিয়ে লক্ষণের মন্তব্য,‘ কিছু কিছু উইকেটে তিন স্পিনার নিয়ে খেলতে হয়। আমাদের দলে এখন অনেক স্পিনার। রশিদ খান খুবই আক্রমণাত্মক বোলার। আর সাকিব যেসব দলে খেলেছে ভালো করেছে। দু’জনের কাছেই আমরা ভালো কিছু আশা করছি।’

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!