• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাকিবদের বোলিংয়ের প্রশংসায় হেইডেন


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৫, ২০১৮, ০৫:৫১ পিএম
সাকিবদের বোলিংয়ের প্রশংসায় হেইডেন

ফাইল ছবি

ঢাকা: মাত্র ১১৮ রান নিয়ে লড়াই করতে নেমে বোলাররা দুর্দান্তভাবে জিতিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। স্বাভাবিক হায়দরাবাদের বোলাররা প্রশংসায় ভাসছেন। সাকিব আল হাসান, রশিদ খান, সিদ্ধার্থ কৌল, বাসিল থাম্পিদের বোলিং সমীহ আদায় করে নিচ্ছে ক্রিকেটমহলে৷

ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং আক্রমণের সামনে পড়ে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি মুম্বাইয়ের দু’জন ছাড়া৷ ওপেনার সুরাইয়া কুমার যাদব ছাড়া আর কেউ ৩০ রানের গন্ডি ছুঁতে পারেননি৷ মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে মাত্র ২ রানে ফেরৎ পাঠান সাকিব৷ একটা সময় ক্রণাল পান্ডিয়া ও কাইরণ পোলার্ড জুটি তৈরির চেষ্টা করেছিলেন কিন্তু সানরাইজার্সের আফগান স্পিন অস্ত্র দুজনকেই ড্রেসিংরুমের রাস্তা দেখান৷

৮৭ রানে মুম্বাইকে থামিয়ে দেওয়ার জন্য হায়দরাবাদের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ম্যাথু হেইডেনসহ অনেকেই৷ ম্যাচের পর টুইটারে হেইডেন লেখেন, ‘আজকের ম্যাচটি একটি নতুন টার্গেট সেট করল৷ এই জন্যই টি-টোয়েন্টি ক্রিকেট জিতে গেছে৷ কঠিন পিচে কম রানের ম্যাচে মাথা খাটায়নি মুম্বাই ইন্ডিয়ানস৷ সানরাইজার্সরা ঠিকভাবেই খেলায় থেকে আক্রমন করেছে৷’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!