• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাকিবের নেতৃত্বে মুগ্ধ নারাইন


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৩, ২০১৭, ০৭:৫৯ পিএম
সাকিবের নেতৃত্বে মুগ্ধ নারাইন

ঢাকা: আইপিএলে দুজন একই দলে খেলেন। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে সাকিব আল হাসান ও ‍সুনিল নারাইন কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যান। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে তাই করছেন। সিলেটের কাছে উদ্বোধনী ম্যাচে হারের পর টানা দুই ম্যাচে জয় পেয়েছে তারকায় ঠাসা ঢাকা।

দলটিতে খেলছেন এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, কাইরন পোলার্ডের মতো তারকারা। এমন একটি দলের নেতৃত্ব দেওয়াও চ্যালেঞ্জের। সেই কাজটা নির্ভার হয়েই করছেন সাকিব। যেটা মুগ্ধ করেছে ক্যারিবীয় ‘রহস্য’ স্পিনার নারাইনকে। সোমবার সংবাদমাধ্যমের সামনে তিনি বললেন, ‘ও ভালো করছে। দলের সবাইকে নিয়ে এগোচ্ছে। দলের সব সদস্যের শক্তির জায়গায় মনোযোগ দিয়ে ঠিক করছে কাকে কী করতে হবে। সে অধিনায়ক হিসেবে অনেক নির্ভার। খেলোয়াড়দের কাছ থেকে সেরাটাই পাচ্ছে।’

গত ম্যাচে টি-টোয়েন্টিতে ৩০০ তম উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন নারাইন। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তাঁর অবস্থান তিন নম্বরে। নিজের এমন অর্জনেও খুব একটা উচ্ছ্বসিত নন নারাইন। বরং তিনি ম্যাচ ধরে ধরে এগোতে চান, ‘ক্রিকেটে আপনি সব সময়ই ভালো করতে চাইবেন। ভালো কিছু করা মানে হচ্ছে আপনি ক্রিকেট নিয়ে কাজ করছেন, এটাতেই মনোযোগ দিচ্ছেন। আশা করি, ভবিষ্যতে এমন আরও কিছু অর্জন হবে। আমি ধাপে ধাপে, ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!