• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাকিবের হাতেই ম্যাচ সেরার পুরষ্কার


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৮, ০৭:০৬ পিএম
সাকিবের হাতেই ম্যাচ সেরার পুরষ্কার

ফাইল ছবি

ঢাকা: পুরষ্কার ঘোষণার আগ মুহুর্ত পর্যন্ত কে পাচ্ছেন ম্যান অব দ্য ম্যাচ? সেটা নিয়ে দ্বিধায় ছিলেন অনেকে। সাকিব আল হাসান বল হাতে ৩ উইকেটের পাশাপাশি করেছিলেন ৩৭ রান। অপরদিকে ওপেনিংয়ে নেমে ৮৪ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। তাই দু'জনের জন্যই সুযোগ ছিল ফিফটি ফিফটি। তবে বিচারকদের রায়ে শেষ অবধি অলরাউন্ড নৈপুন্যের জন্য সাকিবের হাতেই উঠেছে পুরষ্কারটি।

সোমবার (১৫ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন টস জিতে বোলিং বেছে নেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ককে এর প্রতিদান ভালমতেই দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। স্কোরবোর্ডে ২ রান উঠতে না উঠতেই তিনি ফিরিয়েছেন সলোমন মায়ার ও ক্রেইগ আরভিনকে। দুজনেই শুন্য রানে ফিরে গিয়েছেন। ২টি উইকেটই নিয়েছেন সাকিব। এরপর গ্রায়েম ক্রেমারকে সাজঘরে ফিরিয়েছেন সাকিবই। শেষ পর্যন্ত ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪৬ বল খেলে ৩৭ রানের দারুণ এক কার্যকরি ইনিংস খেলেন সাকিব আল হাসান। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ম্যাচ সেরার পুরষ্কার জেতেন সাকিব। পুরস্কার হাতে নিয়ে বলেন, ‘শুরুতে উইকেট ছিল বেশ আদ্র। এ কারণে আমরা চিন্তা করেছিলাম, স্পিনাররা ভালো সুযোগ পেতে পারে। শেষ পর্যন্ত তাই হয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!