• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সাখাওয়াতের প্রচারে নেই জামায়াত


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৬, ২০১৬, ১১:০১ পিএম
সাখাওয়াতের প্রচারে নেই জামায়াত

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রচার-প্রচারণার জন্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষ থেকে তিনটি কমিটি গঠন করা হয়েছে। সমন্বয়ক হিসেবে থাকছেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার ও সদস্যসচিব বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া।

গঠিত তিন কমিটিতে ২০ দলীয় জোটের অন্যদলগুলোর নাম থাকলেও নেই শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম। এ ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য, জামায়াত তাদের কোনো প্রতিনিধির নাম দেয়নি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মহাসচিব। বৈঠকে ২০ দলীয় জোটের মহাসচিব ও সাধারণ সম্পাদকরা অংশ নেয়। তবে এক্ষেত্রেও জামায়াতের কোনো প্রতিনিধিকে বৈঠকে অংশ নিতে দেখা যায়নি।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, নাসিক নির্বাচনে জোটের পক্ষে প্রচার-প্রচারণা চালাতে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার ও সদস্যসচিব বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া। এ ছাড়া ২০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে গণসংযোগ চালাতে আগামী ১০ ডিসেম্বর জোটের শীর্ষ নেতারা নারায়ণগঞ্জ যাবেন।

বিএনপি মহাসচিব জানান, নাসিকে নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য তিনটি টিম করে দেয়া হয়েছে। এর মধ্যে প্রথমটিতে ( ক.টিম) আছে, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (ডিএল)। দ্বিতীয়টিতে (খ. টিম) থাকছে, জাতীয় পার্টি (জাফর), জাতীয় গণতান্ত্রিক পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টি,  পিপলস লীগ ও সাম্যবাদী দল। তৃতীয় টিমে (গ. টিম) থাকছে জমিয়তে ওলামায়ে ইসলাম, ইসলামী ঐক্য জোট, খেলাফত মজলিস, ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী ও মুসলিম লীগ।

এসব কমিটির কোথাও নেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেছেন, জামায়াত তাদের কোনো প্রতিনিধির নাম দেয়নি। তবে নাম দিলে পরবর্তী সময়ে বিষয়টি দেখা যাবে।

নাসিক নির্বাচনের ফলফল নিয়ে বিএনপির প্রত্যাশা কী? এমন প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, ‘আশা আমরা সব সময় করি। নাসিক নির্বাচন পুরোপুরি যদি অবাধ সুষ্ঠু হয়, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে ২০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অবশ্যই বিজয়ী হবেন।

নাসিক নির্বাচনে প্রচার-প্রচারণায় দলীয় প্রধানের অংশ নেয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

ইসি পুনর্গঠনে চেয়ারপারসনের দেয়া ১৩ দফা প্রস্তাব বঙ্গবভনে পৌঁছে দেয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সময় মতো আলোচনা-সমঝোতার মাধ্যমে রাজনৈতিক মীমাংসায় বিশ্বাস করি। এ জন্য দলের প্রধান খালেদা জিয়া প্রস্তাব দিয়েছেন, বিএনপি প্রত্যাশা করে রাষ্ট্রপতি এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবেন।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জোটের বৈঠকে অংশ নেন অন্যান্যের মধ্যে মোস্তফা জামাল হায়দায়, গোলাম মোস্তফা ভুঁইয়া, খন্দকার লুৎফর রহমান, এম এম আমিনুর রহমান, হামদুল্লাহ আল মেহেদী, আবদুল মতিন সৌদ, মোস্তাফিজুর রহমান, আবুল কাশেম খান, মহিউদ্দিন ইকরাম, সৈয়দ মাহবুব হোসেন, শফিক উদ্দিন আহমেদ, খোকন চন্দ্র দাস, আবুল কাসেম, মঞ্জুর হোসেন ইসা প্রমুখ।

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!