• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সাগর-রুনির হত্যাকারী বিচারে সোপর্দ না করা ব্যর্থতা’


কুষ্টিয়া প্রতিনিধি ফেব্রুয়ারি ১১, ২০১৭, ০৫:৪৯ পিএম
‘সাগর-রুনির হত্যাকারী বিচারে সোপর্দ না করা ব্যর্থতা’

কুষ্টিয়া: সাংবাদিক দম্পত্তি সাগর-রুনী হত্যাকান্ডের তদন্তে অগ্রগতি জানাতে গিয়ে আদালত থেকে ৪৭ বার সময় নেয়ার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সাগর রুনির নির্মম হত্যাকান্ডের প্রকৃত দোষীদের বিচারে সোপর্দ না করতে পারা ব্যার্থতা। আশাবাদী সাগর রুনীর প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে এবং তাদের বিচারের সম্মুখিন করা হবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির বিরোধিতা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, গঠনের একদিনের মাথায় কার্যকলাপের কোন নমুনা না দেখেই বিএনপির নির্বাচন কমিশন প্রত্যাখানের বক্তব্যটি দুর্ভাগ্যজনক ও গণতন্ত্রের জন্য হতাশজনক। নির্বাচন কমিশন প্রত্যাক্ষান করে বিএনপি গণতন্ত্র ও নির্বাচনকে তালাক দেওয়ার পুরনো চক্রান্তের রাজনীতি আবারও শুরু করছে।

এসময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিনসহ জেলা জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর তথ্যমন্ত্রী মিরপুরে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কার্যক্রমে যোগ দেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!