• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
হলি আর্টিজানে হামলা

সাগর সাত দিনের রিমান্ডে


আদালত প্রতিবেদক মার্চ ২২, ২০১৮, ০৮:৩৫ পিএম
সাগর সাত দিনের রিমান্ডে

ঢাকা: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার নব্য জেএমবির শীর্ষ জঙ্গি নেতা হাদিসুর রহমান সাগরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মার্চ) ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন তিনি। 

বুধবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় অভিযান চালিয়ে হাদিসুর রহমান সাগরসহ দু’জনকে গ্রেপ্তার করে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়। এসময় দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। পরে ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!