• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাত খুনের আপিলের রায় পেছাল


আদালত প্রতিবেদক আগস্ট ১৩, ২০১৭, ১১:১৭ এএম
সাত খুনের আপিলের রায় পেছাল

ফাইল ছবি

ঢাকা: বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলায় হাইকোর্টের আপিলের রায় পিছিয়ে আগামী ২২ আগষ্ট নির্ধারণ করেছে  আদালত। আজ ১৩ আগষ্ট রায় ঘোষণার কথা ছিল।

বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জাহিদ সারোয়ার কাজল সাংবাদিকদের জানান রায় এখনো প্রস্তুত হয়নি। তাই রায় ঘোষণার জন্য ২২ আগষ্ট দিন ধার্য করা হয়েছে। 

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করেন সরকারের এলিট বাহিনী খ্যাত র‌্যাব-১১ এর কতিপয় সদস্য। এর তিনদিন পর সাত জনেরই মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়। 

এই ঘটনায় আরেক কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে দুটি মামলা করা হয়। অভিযোগ করা হয়, নূর হোসেনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে তাঁর প্রতিপক্ষকে খুন করেছে র‌্যাব।  

এর আড়াই বছর পর গত ১৬ জানুয়ারি মামলায় ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!