• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার


সাতক্ষীরা প্রতিনিধি জুন ২১, ২০১৭, ০২:১৯ পিএম
সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার

সাতক্ষীরা : জেলার সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা এলাকার মৎস্য ঘের থেকে ইব্রাহিম খলিল(৪০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ ‍জুন) ভোরে তার লাশ ঘেরে পড়ে থাকতে দেখে কর্মচারীরা এলাকাবাসীকে খবর দেয়। সে এই ইউয়িনের মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত জামাল উদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আলী ঘটনা সত্যতা নিশ্চত করে জানান, ইব্রাহিম খলিল ব্রহ্মরাজপুর এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের শিক্ষক। সে বুধবার সেহেরির পর নিজ ঘেরে মাছ(আটন) ঝাড়তে যায়। সেখানেই রহস্যজনক কারণে তার মৃত্যু হয়। রহস্য উদ্ধারে পুলিশ তদন্ত চালাচ্ছে।

তিনি আরও জানান, ইব্রাহিম খলিলের ফারজানা খাতুন ও ফাতেমা খাতুন নামে দুই স্ত্রী আছে। স্ত্রীদের নিয়ে তিনি সংসার জীবনে অশান্তিতে ছিলেন। তার প্রথম স্ত্রী গর্ভে যুথি ও জেবা নামে দুই কন্যা সন্তান আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।  

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!