• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাদা পোশাকে ব্যাটিং দৈত্যকে চান হোল্ডার


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১০, ২০১৭, ০৮:২৬ পিএম
সাদা পোশাকে ব্যাটিং দৈত্যকে চান হোল্ডার

ঢাকা: তাঁর ব্যাটিং দেখার জন্য দর্শকরা মাঠে আসেন। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপণ তিনি। সেই ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত। মাস খানেক আগে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন। সেই গেইলকে এবার সাদা পোশাকে ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের বর্তমান টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার।

ক্যারিবিয়ান অধিনায়ক বলেন, ‘গেইল টেস্টে ফিরতে পারেন এই ইঙ্গিত পাওয়ার পর থেকেই বোর্ড গেইলের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। ফিট থাকলে দ্রুত টেস্ট ক্রিকেটে ওকে আমরা পেতে পারি৷ গেইলের মতো ব্যাটসম্যানকে পেলে দলের শক্তি বাড়বে।’

ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ফিরলেও  ১-২-এ সিরিজ হেরেছে হোল্ডাররা। দ্বিতীয় টেস্টে রোচ-গ্যাবরিয়ালদের আগুনে বোলিং আর হোপ-ব্রাথওয়েটের সেঞ্চুরি ক্যারিবয়ান ক্রিকেটের হারানো জৌলুসকে কিছুটা হলেও আলো দেখিয়েছে। চলতি বছর জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট-ইন্ডিজ। তার আগে ব্যাটিং দৈত্য ফিরলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আরও শক্তিশালী হবে।

বোর্ডের সঙ্গে ক্যারিবিয়ান ক্রিকেটারদের সম্পর্ক অম্ল মধুর। হোল্ডার আশা জাগালেও গেইল দেশের জার্সিতে টেস্ট খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। বাঁ-হাতি ব্যাটসম্যানও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। গেইল ছাড়া ড্যারেন ব্র্যাভোকেও ফেরানোর কথা বলেছেন হোল্ডার। এখন দেখাই যাক, টি-টোয়েন্টির রাজা গেইল রঙিন দুনিয়া ছেড়ে সাদাকালোয় ফেরেন কিনা?

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!