• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাদা পোশাকেও সরফরাজে আস্থা পাকিস্তানের


ক্রীড়া ডেস্ক জুন ২২, ২০১৭, ০৮:৩৪ পিএম
সাদা পোশাকেও সরফরাজে আস্থা পাকিস্তানের

ঢাকা: একটি ট্রফিই বদলে দিয়েছে সরফরাজ আহমেদের ভাগ্য। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কর্তৃক এক কোটি রুপি অর্থ পুরষ্কারের পাশাপাশি উপহার হিসেবে পেয়েছেন বিএমডব্লিও গাড়ি। এবার টেস্ট দলের নেতৃত্বও পেতে যাচ্ছেন শিগগিরই। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে এমন আভাসই মিলেছে।

গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে মিসবাহ উল হক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ায় এত দিন এ পদটি খালি ছিল। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ৩০ বছর বয়সী সরফরাজ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর টেস্ট অধিনায়কত্ব পাওয়া তার অনেকটাই নিশ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের আনুষ্ঠানিক ঘোষণাটাই কেবল বাকি।

পিসিবির এক কর্মকর্তা জানান, ‘এটা এখন কেবলমাত্র বোর্ড চেয়ারম্যানের দেশে ফিরে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার ব্যপার। সিদ্ধান্ত ইতোমধ্যেই নেয়া হয়ে গেছে এবং এটাই চূড়ান্ত। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে মিসবাহর ডেপুটি হিসেবে নিয়োগ পাওয়া সরফরাজ এখন টেস্ট অধিনায়কত্ব গ্রহণ করবেন।

মিসবাহ সাত বছর পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব দেন এবং নিজ দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন তিনি। ২০১০ সালের শেষ দিকে দায়িত্ব গ্রহণ করার ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানের হয়ে শেষ ম্যাচ খেলা পর্যন্ত এ পদে বহাল ছিলেন তিনি।

পাকিস্তান দলের পরবর্তী টেস্ট এসাইনমেন্ট রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী সেপ্টম্বর-অক্টোবরের সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজন করবে পাকিস্তান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!