• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সানগ্লাস পরার আগে, কিন্তু এগুলো খেয়াল রাখুন


নিজস্ব প্রতিবেদক মে ৫, ২০১৬, ০৪:৩৫ পিএম
সানগ্লাস পরার আগে, কিন্তু এগুলো খেয়াল রাখুন

প্রচন্ড গরম। চোখ ঝলসানো রোদ। খালি চোখে তাকানোই যাচ্ছে না। তাই রোদের হাত থেকে চোখকে বাঁচাতে সবার চোখই এখন নানান ডিজাইনের রোদ চশমায় ঢাকা। তবে মোটেই শুধু কালো চশমা নয়। রংবেরঙের চশমার আড়ালেই ঢেকে যাচ্ছে মুখ। কারও এভিয়েটর তো কারও মর্ডান অ্যাস্ট্রোনমি। সানগ্লাসের বাজারে এখন নামী অনামী ব্র্যান্ডের ভিড়। তবে সানগ্লাস কেনার সময় কেউ খেয়াল রাখে না যে আদৌ সানগ্লাসটা তার মুখে মানাচ্ছে কিনা। তাই এবার সানগ্লাস কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখুন।

১) সানগ্লাস কেনার সময় অবশ্যই আপনার মুখের সঙ্গে মানানসই মাপের কিনবেন।
২) সানগ্লাস যেন কখনোই ঢিলেঢালা না হয়। চোখের সঙ্গে যেন আটকে থাকে।
৩) সানগ্লাসের রং যেন আপনার মুখের সঙ্গে মানানসই হয়।
৪) অনেকেই ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে সানগ্লাস কেনেন। আপনিও চাইলে আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে সানগ্লাস কিনতে পারেন।
৫) সানগ্লাস সবসময় নামী ব্র্যান্ডের কিনবেন। তাহলে তা আপনার চোখকে সূর্যের তীব্র রশ্মি থেকে অনেক বেশি সুরক্ষা দেবে সাধারণ ব্র্যান্ডের সানগ্লাসের তুলনায়। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!