• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবিনা-কৃঞ্চাদের সংবর্ধনা বৃহস্পতিবার


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১১, ২০১৭, ০৮:২২ পিএম
সাবিনা-কৃঞ্চাদের সংবর্ধনা বৃহস্পতিবার

ঢাকা: মালায়েশিয়ায় সুপার মক কাপের প্লেট পর্বে চ্যাম্পিয়ন কিশোর ফুটবলারদের পর এবার সংবর্ধনা পাচ্ছেন ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ’ এর রানার্সআপ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের হল রুমে সাবিনা-কৃঞ্চাদের এ সংবর্ধনা দেয়া হবে।

সাফে বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা করেছিল ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে গেল ২৪ ডিসেম্বর বাংলাদেশ দলের লক্ষ্য উদ্দেশ্য জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করতে পুরস্কার ঘোষণা করা হয়। সেদিন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেছিলেন, বাংলাদেশ দল যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে দলের সবাইকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে রেফ্রিজারেটর দিয়ে উৎসাহিত করব। আর যদি রানার্স-আপ হয় তাহলে দলের প্রত্যেককে ওয়ালটনের ৩২ ইঞ্চি এলইডি টিভি দিয়ে উৎসাহিত করব।’

গেল ৪ জানুয়ারি সাফের ফাইনালে বাংলাদেশ শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই করে ৩-১ ব্যবধানে হেরে রানার্স-আপ হয়েছে। ভারত মাতিয়ে আসা বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিতে প্রস্তুত ওয়ালটন গ্রুপ। আগামীকাল বৃহস্পতিবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা দিবে ওয়ালটন গ্রুপ। 

 উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত চতুর্থ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ১-৩ গোলে হেরেছে ভারতের কাছে। এবারই প্রথম এ টুর্নামেন্টের ফাইনালে খেলেছে বাংলাদেশ। আগের ৩ আসরের দুটিতে সেমিফাইনালে উঠে নেপালের কাছে হেরে বিদায় নেয় লাল-সবুজ জার্সিধারীরা

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!