• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আইনমন্ত্রীর শোক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০১৭, ০৬:৩৩ পিএম
সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

ঢাকা : সাবেক প্রধান বিচারপতি এম.এম. রুহুল আমিনের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করেছেন।

মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিচারপতি এম. এম. রুহুল আমিন বাংলাদেশের ১৬তম প্রধান বিচারপতি ছিলেন। ২০০৮ সালের ১ জুন তিনি প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন এবং ২০০৯ সালের ২২ ডিসেম্বর তারিখে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।

বিচারপতি এম এম রুহুল আমিন ১৯৪২ সালে ২৩ মে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ্ ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!