• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাব্বিরের ব্যাটিংয়ে খুশি হাথুরুসিংহে


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২৩, ২০১৬, ০৮:২৪ পিএম
সাব্বিরের ব্যাটিংয়ে খুশি হাথুরুসিংহে

চট্টগ্রাম : চট্টগ্রাম টেস্টের আগে শুধু ওয়ানডে আর টি-২০ খেলে যাচ্ছিলেন সাব্বির রহমান। তার গায়ে লেগেছিল ওয়ানডে স্পেশালিষ্টের তকমা। সেই সাব্বিরকে যখন ১৪ সদস্যের বাংলাদেশ টেস্ট দলে রাখা হল অনেকে বাঁকা চোখে তাকিয়েছেন। সাব্বির কি পারবেন পাঁচদিনের ক্রিকেটের সঙ্গে ধাতস্থ হতে? এই প্রশ্ন নিশ্চয় সাব্বিরের মনেও ঘুরপাক খেয়েছিল! 

প্রথম ইনিংসে খুব একটা সুবিধা করতে পারেননি। ফিরে যেতে হয়েছে ১৯ রান করেই। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই সাব্বিরই বাংলাদেশের জয়ের আশা-ভরসার প্রতিক হয়ে আছেন। চতুর্থ দিনশেষে তিনি অপরাজিত ৫৯ রানে। সাব্বিরের ওপরই নির্ভর করছে বাংলাদেশের জয়ের সম্ভাবনা।

পঞ্চম দিনের সকালটা বাংলাদেশের নাকি ইংল্যান্ডের হবে সেটা সময়ই বলে দেবে। আপাতত যে ব্যাটিং করেছেন সাব্বির তাতে  গুরু চন্ডিকা হাথুরুসিংহে যারপনারই মুগ্ধ,‘ দ্বিতীয় ইনিংসে ও যেভাবে খেলেছে তাতে আমি খুশি।

বিশেষ করে মাথায় আঘাত পাওয়ার পরও সে খেলে গেছে। দিনটি পার করে এসেছে। আমার দেখা কঠিন উইকেটগুলোর মধ্যে এটি অন্যতম। প্রচন্ড চাপের মধ্যেও দারুনভাবে মনোযোগ ধরে রেখেছে সাব্বির।’ এখন এই মনোযোগ সাব্বির পঞ্চম দিন সকালে ধরে রাখলেই হয়। 

সোসালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!