• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাব্বিরের৭৭, ভারতকে ১৬৭ রানের টার্গেট বাংলাদেশের


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৮, ২০১৮, ০৯:২৪ পিএম
সাব্বিরের৭৭, ভারতকে ১৬৭ রানের টার্গেট বাংলাদেশের

ঢাকা: নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে ভারতকে জয়ের জন্য ১৬৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের ৫০ বলে ৭৭ রানের সুবাদের ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে টাইগাররা।  

রোববার (১৮ মার্চ) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এই টুর্নামেন্টে জয় পাওয়া দুটি ম্যাচেই টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। আর দুটি ম্যাচে জিতেছে টাইগাররা। এদিন ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল লাল সবুজের দল। উদ্বোধনী জুটিতে ২৭ রান তুলে লক্ষ্য পুরনের দিকেই এগোচ্ছিল তামিম ইকবাল আর লিটন কুমার দাস।  

চতুর্থ ওভারে ওয়াশিংটন সুন্দরকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শূন্যে বল তুলে দেন লিটন। সুরেশ রায়নার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে ৯ বলে ১১ রান করেন এই ওপেনার। পরের ওভারেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল। উনাদখতকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি রোতে শারদুল ঠাকুরের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন তামিম। সাজঘরে ফেরার আগে ১৩ বলে ১ চারের মারে ১৫ রান করেন বাংলাদেশ সেরা এই ওপেনার। ঠাকুরের একই ওভারে শেখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার।

দলীয় ৩৩ রানের মধ্যে গুরুত্বপুর্ন ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। এরপর মুশফিকুর রহীম আর সাব্বির রহমান দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু ৩৩ রানের বেশি তুলতে পারেনি এই জুটি। ১১তম ওভারের প্রথম বলে অফস্ট্যাম্পের অনেক বাইরের বল মারতে গিয়ে চাহালের তৃতীয় শিকার হন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক।

৬৮ রানে ৪ উইকেট হারানোর পর সাব্বির রহমানের সঙ্গে ক্রিজে থেকে বাংলাদেশকে চাপমুক্ত করার পথে ছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু তাকে আউট হতে হলো সাব্বিরের ভুলে। রান আউট হয়ে বিদায় নিলেন মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহর আউটের দায় কাঁধে নিয়ে দারুন ব্যাট করছিলেন সাব্বির। মাত্র ৩৭ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৭টি চার আর চারটি ছক্কায় ৫৫ বলে ৭৭ রান করে উনাড়কাটের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন সাব্বির।  

৬৮ রানে ৪ উইকেট হারানোর পর সাব্বির রহমানের সঙ্গে ক্রিজে থেকে বাংলাদেশকে চাপমুক্ত করার পথে ছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু তাকে আউট হতে হলো সাব্বিরের ভুলে। রান আউট হয়ে বিদায় নিলেন মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহর আউটের দায় কাঁধে নিয়ে দারুন ব্যাট করছিলেন সাব্বির। মাত্র ৩৭ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৭টি চার আর চারটি ছক্কায় ৫৫ বলে ৭৭ রান করে উনাড়কাটের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন সাব্বির।  

শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের ৭ বলে ১৯ রানের ঝড়ো ইনিংসের ৮ উইকেটের বিনিময়ে ১৬৬ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ভারতের পক্ষে যুজবেন্দ্র চাহাল ১৮ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। জয়দেব উনাদকাত নিয়েছেন ২টি উইকেট।

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী একাদশ নিয়েই আজ মাঠে নামছে বাংলাদেশ। তবে ভারতের একাদশে একটি পরিবর্তন এসেছে। মোহাম্মদ সিরাজের বদলে বাঁহাতি পেসার জয়দেব উনাড়কাটকে নেয়া হয়েছে।

গত শুক্রবার (১৬ মার্চ) অবিশ্বাস্য এক জয়ে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠে বাংলাদেশ দল। নিদাহাস ট্রফি জিততে হলে আজ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগে জ্বলে উঠতে হবে সাকিব আল হাসানের দলকে। সেই লক্ষ্য সামনে রেখেই মাঠে নেমেছে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজের এমন ফাইনালে বাংলাদেশ আগেও খেলেছে। তাও গুনে গুনে চারবার। দুইবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, একবার করে ভারত ও পাকিস্তান। প্রতিপক্ষ বদলালেও ভাগ্য বদলায়নি। কখনোই জেতা হয়নি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল, চুমু আঁকা হয়নি আরাধ্যের ট্রফিতে।

আগের চার ফাইনালেই স্বপ্নভঙ্গ, বেদনা-হতাশার ইতিহাস। নিঃশ্বাস দূরত্বে থাকা শিরোপা উঁচিয়ে উল্লাস করেছে প্রতিপক্ষ শিবির, টাইগার শিবির তা শুধু চেয়ে চেয়েই দেখেছে। কাকতালীয় হলেও সত্য, সেই চার ফাইনালেরই ভেন্যু ছিল মিরপুর। এবার ভেন্যু ভিন্ন, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। নিদাহাস টুর্নামেন্টের ফাইনালে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ফাইনালের মহারণ, বাংলাদেশের প্রতিপক্ষ যেখানে ভারত। পঞ্চমবারের ফাইনালে ভাগ্য বদলাবে বাংলাদেশের?

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, লোকেশ রাহুল, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, জুজবেন্দ্র চাহাল, জয়দেব উনাড়কাট।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!