• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ছে


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০১৭, ০৬:৩৯ পিএম
সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ছে

ঢাকা: সামাজিক সুরক্ষা খাতে গতবারের চেয়ে এবার বাজেট বাড়ানো হয়েছে। প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী কল্যাণে বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। একইসঙ্গে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ সকল ভাতার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবকালে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, সামাজিক সুরক্ষা খাতের আওতায় এ বরাদ্দ দেয়া হবে। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২ কোটি ৩৫ লাখ বাড়িয়ে ১১ কোটি ৩৫ লাখ টাকার করা হচ্ছে। এছাড়া বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী বিশেষ/বয়স্ক ভাতার খাতে বরাদ্দ ৬ কোটি ৩২ লাখ বাড়িয়ে ২৭ কোটি করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

সোনালীনিউজ/ঢাকা/তালেব

Wordbridge School
Link copied!