• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সামাজিক সুরক্ষার আওতায় আসছে ১১ লাখ মানুষ


বিশেষ প্রতিনিধি মে ২৭, ২০১৮, ০২:৪৯ পিএম
সামাজিক সুরক্ষার আওতায় আসছে ১১ লাখ মানুষ

ঢাকা: আসছে বাজেটে নতুন করে সামাজিক সুরক্ষার আওতায় আসছে ১১ লাখ মানুষ। কয়েকটি খাতে বাড়ছে ভাতার পরিমাণও। তবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বাজেটে বরাদ্দ আরো বাড়নোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা। কর্মসূচির সুফল নিশ্চিতে দুর্নীতি-অনিয়ম দূর করার ওপরেও জোর দিচ্ছেন তারা। 

বর্তমানে দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ২০ লাখ। এর মধ্যে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় চার কোটি। আয় বৈষম্য কমিয়ে আনতে তাই এবার বাজেটে বাড়ছে সুবিধাভোগীর সংখ্যা। আসন্ন বাজেটে এই কর্মসূচির আওতায় মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াবে ৮৬ লাখ। 

বর্তমানে ওএমএস, ১০ টাকায় চাল, বয়স্কভাতা, বিধবাভাতা, শিক্ষা উপবৃত্তিসহ প্রায় দেড়শ কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা দিয়ে আসছে সরকার। 

বিশ্লেষকরা বলছেন, দরিদ্র মানুষের তুলনায় এ খাতে বরাদ্দ কম। অনিয়ম, দুর্নীতি কমাতে পূর্ণাঙ্গ অনলাইন তালিকা তৈরির পরামর্শ তাদের।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে দরিদ্র মানুষের মধ্যে ৬৬ ভাগ এখনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে। 

সোনালীনিউজ/জেডআরসি/জেএ

Wordbridge School
Link copied!