• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাম্পাওলির হাত ধরে বদলে যাচ্ছে আর্জেন্টিনা


ক্রীড়া ডেস্ক জুন ১৩, ২০১৭, ০৯:০৬ পিএম
সাম্পাওলির হাত ধরে বদলে যাচ্ছে আর্জেন্টিনা

ঢাকা: প্রীতি ম্যাচের প্রীতি রক্ষা করতে পারেনি সিঙ্গাপুর। তাঁদের শক্তিশালি আর্জেন্টিনার কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারতে হয়েছে। নতুন কোচ হোর্হে সাম্পাওলির হাত ধরে যেন দিন বদলের গান গাইতে শুরু করেছে আর্জেন্টিনা। যার শুরুটা হয়েছে কিছুদিন আগে মেলবোর্নে। সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ তে হারায় লিওনেল মেসিরা।

অবশ্য সিঙ্গাপুর দূর্বল দল বলেই কি-না মঙ্গলবার খেলানো হয়নি মেসি-গঞ্জালো হিগুয়েইনদের। তারপরও আর্জেন্টাইনদের ঠেকাতে পারেনি সিঙ্গাপুর। সাম্পাওলি আর্জেন্টিনাকে খেলিয়েছে ৩-৬-১ ফরমেশনে! তাতে ফলও এসেছে ভালো। সাম্পাওলি একটা বিষয় পরিস্কার করে দিয়েছেন, যে তার জমানায় আর্জেন্টিনা দলে বড়সড় পরিবর্তন আসবে।

এর পেছনে যথেষ্ট কারণও আছে। সিঙ্গাপুরের জালে যে ছয়টি গোল ঢুকেছে তাঁর একটি গোল অ্যাঙ্গেল ডি মারিয়া ছাড়া বাকি পাঁচটি গোল যারা করেছেন বলতে গেলে তাঁরা সবাই অচেনা। ২৫ মিনিটে গোলের পর নিয়মিত বিরতিতে গোল করেছে আর্জেন্টিনা। গোল করেছেন ফেদেরিকো ফাজিও, হোয়াকুইন কোরেয়া, আলেহান্দ্রো গোমেজ, লিয়ান্দ্রো পারেদেস (রোমা), লুকাস আলারিও। অতিরিক্ত মিনিট থেকে গোল করেছেন ডি মারিয়া।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!