• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সারাদেশে কারাগারে রেড অ্যালার্ট জারি


নিজস্ব প্রতিবেদক জুন ২৪, ২০১৬, ১০:৫৭ পিএম
সারাদেশে কারাগারে রেড অ্যালার্ট জারি

সারাদেশের কারাগারগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার (২৪ জুন) রাত থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, রেড অ্যালার্ট জারি থাকা অবস্থায় কারাগারে থাকা বন্দীদের খাবার, কারাগারে আসা কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কারাগারে দর্শনার্থীরা তল্লাশির পর বন্দীদের সঙ্গে দেখা করতে পারবেন। এছাড়া কারা ফটকের সামনে বহিরাগত কেউ ঘোরাফেরা করতে পারবে না। কারাগারের ভেতরে-বাইরে দায়িত্বরত ব্যক্তিরা যদি দায়িত্বে অবহেলা করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!