• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সারাদেশে ১৮৭ ট্রাকে পণ্য বিক্রি শুরু


বিশেষ প্রতিনিধি আগস্ট ১৩, ২০১৮, ০৩:২৫ পিএম
সারাদেশে ১৮৭ ট্রাকে পণ্য বিক্রি শুরু

ঢাকা: ঈদ-উল-আযহা উপলক্ষে দেশব্যাপী ১৮৭টি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবির নিজস্ব ২ হাজার ৮শ ৩ জন ডিলার ও নিজস্ব ১০টি খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম চালাবে সরকারি সংস্থাটি।

ঢাকার ৩৫টি স্পটে, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি ও জেলা শহরে ২টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

এবার প্রতিকেজি চিনির দাম ধরা হয়েছে ৫২ টাকা, মাঝারি আকারের মসুর ডাল ৫০ টাকা, ছোলা ৪০ টাকা ও সয়াবিন তেল বিক্রি হবে ৮৫ টাকা লিটার হিসেবে।

টিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন ভোক্তা প্রতিদিন ৪ কেজি করে চিনি ও ডাল, তেল ৫ লিটার ও ছোলা যেকোন পরিমাণ কিনতে পারবেন।

সোমবার (১৩ আগস্ট) থেকে শুরু হয়ে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!