• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সারাদেশের বন্যা পরিস্থিতি আরও অবনতি


ফরিদপুর ও শরীয়তপুর প্রতিনিধি আগস্ট ১৭, ২০১৭, ০৯:৪৪ এএম
সারাদেশের বন্যা পরিস্থিতি আরও অবনতি

ঢাকা: নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নওগাঁর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পদ্মা ও মেঘনা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে ফরিদপুর ও শরীয়তপুরের বিভিন্ন এলাকা। একই সঙ্গে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন।

ফরিদপুর: ফরিদপুরে গত ১২ ঘণ্টায় পদ্মা নদীর পানি ১৩ সেন্টিমিটার বেড়ে এখন বিপদ সীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে ধানসহ সবজি ক্ষেত। এছাড়া বেশ কয়েকটি স্কুলে পানি ঢুকে যাওয়ায় সেগুলো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শরীয়তপুর: এদিকে শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় নড়িয়া উপজেলার মোক্তার চর ইউনিয়নে ৩৫টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ নিয়ে গত ৩ দিনে উপজেলার ওয়াপদা বাজারের অর্ধশতাধিক দোকানঘরসহ শতাধিক বাড়িঘর বিলীন হয়েছে। এছাড়া, নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙন আতঙ্কে রয়েছে জাজিরার কালু বেপারীর কান্দি ও কাউমারখার কান্দি এবং ভেদরগঞ্জের চেয়ারম্যান বাজার।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!