• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সারাবিশ্বের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০১৭, ০৬:১৩ পিএম
সারাবিশ্বের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত

ঢাকা: সারাবিশ্বের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত - এমন মন্তব্য করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘রোহিঙ্গারা সমস্যায় পড়লেই আমরা তাদের সাহায্য-সহযোগিতা করি। কিন্তু বার বার তাদের সাহায্য-সহযোগিতা করা কি সম্ভব?’

ঈদের ছুটি শেষে সোমবার (৪ সেপ্টেম্বর) প্রথম কার্যদিবসে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আমরা সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করছি। কিন্তু কত সাহায্য করা যায়? আমাদের সম্পদেরও তো একটা হিসাব আছে।’

তিনি বলেন, রোহিঙ্গারা এখন বড় অসহায়। তারা নির্যাতিত-নিষ্পেষিত। শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!