• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সার্চ কমিটিতে অংশগ্রহণ বিএনপির কূটচাল’


কুষ্টিয়া প্রতিনিধি ফেব্রুয়ারি ৩, ২০১৭, ০৩:২৯ পিএম
‘সার্চ কমিটিতে অংশগ্রহণ বিএনপির কূটচাল’

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সার্চ কমিটিতে অংশগ্রহণ বিএনপির একটা কূটচাল কি না এটা বোঝা যাবে নির্বাচন কমিশন গ্রহণ করার প্রশ্নে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন যতক্ষণ বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত দিচ্ছেন না, যতক্ষণ নির্বাচন কমিশন যা হবে তা গ্রহণ করছেন না ততক্ষণ পর্যন্ত এই সার্চ কমিটিতে অংশগ্রহণ করাটা বিএনপির কূটচাল।

মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার পূর্বশর্ত হিসেবে নির্বাচনকালীন অনির্বাচিত সহায়ক সরকারের দাবি তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। যতক্ষণ বিএনপি এই প্রস্তাব বাদ না দেবে ততক্ষণ বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারটা প্রশ্নের সম্মুখীন।

এ সময় উপস্থিত ছিলন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জেলা প্রশাসক মো: জহির রায়হান সহ জাসদের নেতৃবৃন্দ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!