• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সালমা-রুমানাদের বেতন বেড়ে ৫০ হাজার হচ্ছে!


ক্রীড়া প্রতিবেদক জুন ১২, ২০১৮, ০৯:৪০ এএম
সালমা-রুমানাদের বেতন বেড়ে ৫০ হাজার হচ্ছে!

ঢাকা: সালমা-রুমানাদের বেতন-ভাতা নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। কিন্তু বেতন বাড়েনি। সাকিব আল হাসান-তামিম ইকবালদের তুলনায় মেয়েদের বেতন খুবই কম ছিল। কিন্তু এক ঝটকায় এশিয়া কাপ জিতে সেই আলোচনা সালমারা আবার সামনে নিয়ে এসেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) টনক নড়েছে। সোমবার বিসিবির সভায় মেয়েদের বেতন-ভাতার ব্যাপারে আলোচনা হয়েছে।

মেয়েরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যে অনেকদুর যেতে পারে সেটি তারা এবার এশিয়া কাপে বুঝিয়ে দিয়েছে। যে ভারত আগের ছয়বার এশিয়া কাপ জিতেছে তাদের কাছ থেকেই এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট কেড়ে নিয়েছে সালমার দল।

বোর্ড সভায় সালমাদের বেতন নিয়ে আলোচনা হয়েছে। তবে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সিনিয়র বোর্ড পরিচালক ও ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজকে প্রধান করে একটি কমিটি গঠন করছে বিসিবি। যারা খতিয়ে দেখবে নারী ক্রিকেটের উন্নতির জন্য কি কি সুযোগ-সুবিধা প্রয়োজন। এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, সালমাদের বেতন বাড়ানো হচ্ছে। একজন ক্রিকেটার সর্বোচ্চ ৫০ এবং সর্বনিম্ন ২০ হাজার টাকা করে পাবেন। আগে এই ক্রিকেটাররা সর্বোচ্চ ৩০ হাজার এবং সর্বনিম্ন ১০ হাজার টাকা করে পেয়ে আসছিলেন।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!