• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাড়ে পাঁচ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু


মুন্সিগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ২৯, ২০১৬, ১২:০৫ পিএম
সাড়ে পাঁচ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

টানা সাড় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটের ফেরি চলাচল। ঘন কুয়াশার কারণ মাঝ পদ্মায় পণ্য ও যাত্রীবাহী প্রায় শ’ খানেক যানবাহন নিয়ে আটকেপড়া ৪টি ফেরি নিজ গন্তব্যে যাত্রা শুরু করেছে। পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০ যানবাহন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, সোমবার রাত গভীর হওয়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাক। ফেরিত থাকা বিকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পড়ায় ঝুঁকি এড়াতে ভোর সাড়ে ৪ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয় তাদের। তবে কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। শিমুলিয়া ঘাট থেকে ফেরিগুলো কাওড়াকান্দি উদ্দেশ্যে রওনা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!