• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাড়ে ৪ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক


কক্সবাজার প্রতিনিধি সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০২:০১ পিএম
সাড়ে ৪ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

কক্সবাজার: জেলার টেকনাফে ৪ লাখ ৩৫ হাজার ইয়াবাবড়িসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে টেকনাফের নাফনদী এলাকা থেকে একটি নৌকাসহ ওই দুই নাগরিককে আটক করা হয়।

তাদের কাছ থেকে দুটি মুঠোফোনও জব্দ করা হয়। আটক দুজন হলেন—মিয়ানমারের আকিয়াব জেলার মংগদুর মাংগালার বাসিন্দা মো. কামাল আহমদ (৪৫) ও মো. ইলিয়াস (৩০)।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরিফুল ইসলাম জমাদ্দার বলেন, ভোররাতে বিজিবির টহল দল নাফ নদীতে সন্দেহজনক একটি নৌকা দেখতে পায়। পরে নৌকাটি থামার জন্য সংকেত দেয়। নৌকায় থাকা দুজন পালানোর চেষ্টা করলে বিজিবি সেটি আটক করে।

পরে সেটি থেকে দুটি ইয়াবাভর্তি বস্তা উদ্ধার করে। এগুলোর আনুমানিক দাম ১৩ কোটি ৪৭ লাখ টাকা। আটক দুজনকে পুলিশে সোপর্দ করে মামলার প্রক্রিয়া চলছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!