• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিঁদ কেটে ৮ম শ্রেণির ছাত্র অপহরণ


গোপালগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০১৭, ০১:৩৩ পিএম
সিঁদ কেটে ৮ম শ্রেণির ছাত্র অপহরণ

রিফাত মোল্যা

গোপালগঞ্জ: দেশজুড়েই এখন গুম ও অপহরণ আতঙ্ক! মুক্তিপণ দিয়েও মিলছে না খোঁজ! যারাও ফিরে আসছে কিন্তু তারা মুখ খুলছে না। এবার গুমের অপহরণের শিকার হল খোদ প্রধানমন্ত্রীর জেলা গোপালগঞ্জের ৮ম শ্রেনীর ছাত্র রিফাত মোল্যা।

শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার খেলনা এলাকার শোবার ঘরে সিঁদ কেটে তাকে অপহরণ করা হয়। রিফাত খেলনা গ্রামের তারা মিয়ার ছেলে; কাঠি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। 

এলাকা ও পরিবার সূত্র জানা যায়, শনিবার রাতে খাবার শেষে ঘুমাতে যায় রিফাত। একই ঘরে ঘুমাতেন রিফাতের বাবা তারা মিয়া। তিনি জানান, আমি ভোর রাতে ঘুম থেকে উঠে ঘরের সিঁদ কাটা,পরে রিফাতকে খুজে পাওয়া যায় না।

এক পর্যায়ে অন্য ঘরে থাকা পরিবারের সদস্যদের জানাই, সবাই মিলে রিফাতকে খুঁজতে থাকি, রিফাতের মেবাইলে কল করলে প্রথমে ২ বার কল কেটে দিয়ে পরবর্তীতে মোবাইল বন্ধ করে দেয়। 

রিফাতের পরিবারের দাবি তাদের সন্তানকে কে বা কারা অপহরণ করেছে তা আমরা জানি না, আমরা শুধু রিফাতকে সম্পূর্ন সুস্থ অবস্থায় ফেরত চাই। সোমবার (১১ ডিসেম্বর) প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!