• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিংড়ায় মাদক ব্যবসায়ীদের আতঙ্ক ওসি মনিরুল


মো. আবু জাফর সিদ্দিকী, নাটোর জুলাই ১২, ২০১৮, ০৫:০৪ পিএম
সিংড়ায় মাদক ব্যবসায়ীদের আতঙ্ক ওসি মনিরুল

ওসি মনিরুল ইসলাম

নাটোর : জেলার সিংড়ায় তিন মাসে ১৩৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ বছরের এপ্রিল, মে ও জুন মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদেরকে আটক করে সিংড়া থানা পুলিশ। জানা যায়, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ১৩৭ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী ও সেবনকারী।

আটককৃত মাদকদ্রব্যের পরিমাণ ৩ কেজি ১১৩ গ্রাম গাঁজা, ১৬৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬.৫৫ গ্রাম হেরোইন ও ২ বোতল ফেনসিডিল।

পুলিশ সূত্রে জানা যায়, সিংড়া থানায় এই ৩ মাসে ১০৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আটককৃতদের আদালতে পাঠানো হয়। এ ছাড়াও সাজাপ্রাপ্ত পলাতক আসামি, চুরি, জুয়া, ডাকাতি, ডাকাতির প্রস্তুতির মামলার আসামিদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ৩ মাসে ১৩৭ জন ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সিংড়া থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোরভাবে অভিযান চালাচ্ছে। মাদকসহ যাকে পাওয়া যাবে, তাকেই পুলিশ আটক করবে। সিংড়া উপজেলাকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে ওসির এমন অভিযানে মাদক ব্যবসায়ীদের আতঙ্ক এখন ওসি মনিরুল।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!