• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিঙ্গাপুরে লরি চাপায় দুই বাংলাদেশির মৃত্যু


নিউজ ডেস্ক নভেম্বর ৪, ২০১৬, ০৯:২১ পিএম
সিঙ্গাপুরে লরি চাপায় দুই বাংলাদেশির মৃত্যু

ঢাকা : সিঙ্গাপুরে লরি চাপায় দুই প্রবাসী বাংলাদেশি শ্রমিক মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির স্থানীয় একটি সংবাদমাধ্যম।সিঙ্গাপুরের স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে মান্দাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত স্থানীয় সংবাদমাধ্যমটি জানায়, দ্রুতগামী একটি লরি ওই দুই শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান এবং হাসপাতালে নেয়ার পর অন্যজনের মৃত্যু হয়।

নিহত ওই দুই বাংলাদেশি শ্রমিক 'গ্যামন পিটিই লিমিটেড' নামের একটি নির্মাণ কোম্পানিতে কাজ করতেন বলে জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়া।

এদিকে দুর্ঘটনার পর লরি চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে খবরে বলা হয়।

স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের পত্রিকা বাংলার কণ্ঠের সম্পাদক একেএম মোহসীন জানান, নিহতদের মধ্যে একজনের নাম আনিস, তার বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। অপরজনের নাম আব্দুস সালাম ওরফে নুরে আলম, তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রায়।

জানাজার পর তাদের লাশ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের লাশ বাংলাদেশে আসার কথা রয়েছে।

এর আগে মে মাসে সিঙ্গাপুরে রিয়াদ হোসেন (২৩) নামের আরও এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকও দুর্ঘটনায় মারা যায়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!