• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় কে এই আজিজ খান


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৫, ২০১৮, ০৬:১৪ পিএম
সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় কে এই আজিজ খান

ঢাকা: বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস প্রকাশিত সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মোহাম্মদ আজিজ খান। তার বর্তমান সম্পত্তির পরিমাণ ৯১০ মিলিয়ন (৯১ কোটি) ডলার, যা বাংলাদেশি অর্থে প্রায় ৭৬৭৫ কোটি টাকা। ফোর্বসের তালিকায় আজিজ খান ও তার পরিবার আছেন ৩৪ নম্বরে।

প্রসঙ্গত, বাংলাদেশি-বংশোদ্ভূত আজিজ খান সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। তিনি বাংলাদেশের বিদ্যুৎ খাতের শীর্ষ প্রতিষ্ঠান সামিট গ্রুপের চেয়ারম্যান। আজিজ খান হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী ফারুক খানের বড় ভাই।

বিদ্যুৎ খাত ছাড়াও বন্দর, ফাইবার অপটিকস ও রিয়েল স্টেট খাতেও ব্যবসা আছে সামিট গ্রুপের। সামিট গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান সামিট পাওয়ার ইন্টারন্যাশনালকে সিঙ্গাপুরের শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা করছেন আজিজ খান। তার মেয়ে আয়েশা সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনা করেন। ১৯৫৪ সালে ঢাকার আজিমপুরে তার জন্ম। ৬৩ বছর বয়সী আজিজ খান ব্যবসা প্রশাসন নিয়ে পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি ৩ সন্তানের জনক। তার পিতা ছিলেন সেনা কর্মকর্তা, যিনি পরে নির্মাণ খাতে জড়ান। সামিট গ্রুপ প্রথমে ট্রেডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করলেও পরে নির্মাণ খাতে নজর দেয়।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!