• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিটিভির সম্প্রচার বৃদ্ধি করা হবে: প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩১, ২০১৬, ০৫:১৯ পিএম
সিটিভির সম্প্রচার বৃদ্ধি করা হবে: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯৬ সালের ১৯ ফেব্রুয়ারি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের দেড় ঘণ্টা সম্প্রচারের উদ্বোধনের পর আজ ৬ ঘণ্টারও উদ্বোধন করা হলো। চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ জায়গা। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টা সম্প্রচারের জন্য আপনারা (চট্টগ্রামবাসী) প্রস্তুতি নেন। আমরাও দেখব। বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শনিবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিটিভির ৬ ঘন্টা সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কাছে সিটিভির ২৪ ঘণ্টার সম্প্রচার চালুর দাবি করেন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এসময় তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ৬ ঘণ্টা সম্প্রচারের উদ্বোধন করেছেন, এ জন্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ। তবে চট্টগ্রাম কেন্দ্র থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার চালু করলেও কোনো অসুবিধে হবে না।

একইভাবে সিটিভি কেন্দ্রকে ২৪ ঘণ্টা সম্প্রচারের দাবি জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। শুভেচ্ছা বক্তব্যকালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, সরকার প্রতিশ্রুতি মোতাবেক চট্টগ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ২০ বছর আগে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আপনি (প্রধানমন্ত্রী) উদ্বোধন করেছেন। এবার ৬ ঘণ্টা সম্প্রচারেরও উদ্বোধন করছেন। আগামীতে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে ২৪ ঘণ্টা সম্প্রচারের দাবি জানাচ্ছি। পাহাড়বেষ্টিত সবুজের এ চট্টগ্রামে আরও অনেক উন্নয়ন কর্মকাণ্ড করা যাবে। ইতোমধ্যে সরকার নানামুখী পদক্ষেপ নিয়ে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। কর্ণফুলী টানেল, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন চালু হলে চট্টগ্রামের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে।

সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর দাবির প্রতি সমর্থন জানিয়ে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে নানামুখী উন্নয়ন কাজ করেছি। আওয়ামী লীগ সরকারের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র দেড় ঘণ্টা থেকে ৪ ঘণ্টা এবং সর্বশেষ ৬ ঘণ্টায় সম্প্রচারের উদ্বোধন করা হলো। আগামীতে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে ২৪ ঘণ্টা সম্প্রচারের দাবি জানান তিনি। পরে দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে সম্প্রচার বৃদ্ধির ঘোষণা দিলে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাধীন বাংলা কেন্দ্রের শিল্পীসহ উপস্থিত সকলেই করতালি দিয়ে এ ঘোষণাকে স্বাগত জানান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!