• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিনহার দায়িত্বে ফেরা নিয়ে সংশয়


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৪, ২০১৭, ০৬:৫৮ পিএম
সিনহার দায়িত্বে ফেরা নিয়ে সংশয়

ঢাকা: দেশে ফিরে প্রধান বিচারপতি এস কে সিনহার দায়িত্ব গ্রহণকে সুদূর পরাহত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তার মতে, এস কে সিনহা দেশে ফিরলেও তিনি দায়িত্ব ফিরে পাবেন না বলেই তার জোরালো সংশয রয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, ‘গতকাল(শক্রবার, ১৩ অক্টোবর) প্রধান বিচারপতির বিদায়ের যাত্রাকালে তার বাসভবনের সামনে তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে দেশবাসী বিভ্রান্ত হয়েছেন। দেশবাসীর এই বিভ্রান্তি দূর করতে পাঁচ বিচারপতির আজকের দেওয়া বিবৃতির প্রয়োজন ছিল।’

তিনি আরও বলেন, ‘একইসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া বিচারিক কাজ পরিচালনা, বেঞ্চ গঠনসহ সকল দায়িত্ব তিনি সাংবিধানিকভাবে পালন করতে পারবেন।’

মাহবুবে আলম বলেন, ‘প্রধান বিচারপতির ছুটি নিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছিল, এ বিবৃতির মাধ্যমে ষড়যন্ত্রের অবসান ঘটবে।’

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!