• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রধানমন্ত্রীর কাছে নেই খালেদার চিকিৎসার কাগজ

সিন্ডিকেট দিয়ে ছাত্রলীগ চলবে না


নিজস্ব প্রতিবেদক মে ১, ২০১৮, ০৩:২৫ পিএম
সিন্ডিকেট দিয়ে ছাত্রলীগ চলবে না

ঢাকা : কোনো সিন্ডিকেট দিয়ে ছাত্রলীগ চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।
ছাত্রলীগের সম্মেলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দলের জন্য ত্যাগী, যোগ্যরাই নেতৃত্বে আসবেন। কারো পকেট ভরে কমিটি দিলে চলবে না। কোনো সিন্ডিকেট দিয়ে ছাত্রলীগ চলবে না। বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার নির্দেশে চলবে ছাত্রলীগ। এর বাইরে কোনো ভাবনা-চিন্তা নেই।’

সদ্য বিদায় নেবেন এমন নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি এখন নেতা, যখন বিদায় নেবেন তখন নতুনরা আপনাকে কী হিসেবে চিনবেন সেটা নিয়ে একটু ভাববেন। টাকাপয়সা দিয়ে নেতা বানালে তারা আপনাদের দিকে ফিরেও তাকাবে না। শুধু আদর্শের কর্মীরাই থাকবে। পরগাছারা যাতে নেতৃত্বে আসতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ভোটার বাড়াতে হলে যোগ্য, সাহসী, চরিত্রবান নেতা দরকার। আমি বর্তমান কমিটির অর্জনকে অস্বীকার করছি না। যারা সাবেক হবে সবাইকে আমরা নেতা বানাব। কর্মীর মূল্যায়ন আওয়ামী লীগ করতে জানে। শেখ হাসিনা যতক্ষণ আছেন, যোগ্য কর্মীর মূল্যায়নও ততদিন থাকবে।’

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস ও চিকিৎসাকে কেন্দ্র করে দলটি নতুন ষড়যন্ত্রে মেতেছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে নিজেদের দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যর্থ হয়ে বিএনপি এখন নতুন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। খালেদা জিয়া কারাগারে আছেন আদালতের বদৌলতে। সেটা নিয়েও বিএনপি রাজনীতি করছে। যেন সরকার এই মামলা দিয়েছে, সরকারই খালেদা জিয়াকে দণ্ড দিয়েছে- এমন একটি ভাব।’

সেতুমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে আদালত জেল দিয়েছেন। জেলকোড খালেদা জিয়াকে সুচিকিৎসা দেবে। তাকে দেখার জন্য সুচিকিৎসক, জাতীয়তাবাদী চিকিৎসকরা আছেন। কিন্তু বিএনপি নেতারা যে মিথ্যাচার করছেন তাতে জাতীয়তাবাদী চিকিৎসকরা চিকিৎসা করে সার্টিফিকেট দিলে সেখানেও তাদের সন্দেহ থাকবেই।’

খালেদার চিকিৎসার কাগজ নিয়ে তিনি বলেন, ‘এমন একটা ভাব, যেন প্রধানমন্ত্রীর কাছে কাগজ গেছে, তিনি সই করলে তাদের (বিএনপি) উদ্দেশ্য সফল হয়ে যাবে। খালেদা জিয়া অসুস্থ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলকোড অনুযায়ী তার চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেবে। প্রধানমন্ত্রীর অফিসে কাগজপত্র কেন যাবে?’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এই সম্মেলনের উদ্বোধন করেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!