• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে সাংবাদিক হত্যায় বার্নিকাটের টুইট


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১০:৫১ পিএম
সিরাজগঞ্জে সাংবাদিক হত্যায় বার্নিকাটের টুইট

ঢাকা: সিরাজগঞ্জে আওয়ামী লীগ দলীয় মেয়রের গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত। শোক বার্তায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

শনিবার(৪ ফেব্রুয়ারি) টুইটারে শোক জানান ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

টুইট বার্তায় মার্শা লিখেছেন, আবদুল হাকিমের হঠাৎ মৃত্যুতে দু:খ পেয়েছি। তার ও সমকাল পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। স্বাধীন জীবনের জন্য অবশ্যই সাংবাদিকদের প্রয়োজন রয়েছে। (Saddened by death of Abdul Hakim and deepest condolences to his family and @samakaltw. Journalists essential to our freedoms.)

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মেয়রের ছোঁড়া শর্টগানের গুলিতে নিহত হন সাংবাদিক আবদুল হাকিম শিমুল। এঘটনায় মেয়র ও তার ভাইসহ ১৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম মামলাটি দায়ের করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দেবনাথ বলেন, ঘটনা তদন্তের পাশাপাশি পুলিশ এখন পর্যন্ত চারজনকে আটক করেছে। বকি আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!