• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরি ‘আ’ অভিষেকে অনুজ্জ্বল রোনালদো


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৯, ২০১৮, ০৪:২৪ পিএম
সিরি ‘আ’ অভিষেকে অনুজ্জ্বল রোনালদো

ঢাকা: অবশেষে সিরি ‘আ’ লিগে অভিষেক হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। জুভেন্টাসের জার্সিতে মাঠে নেমে ইতালিয়ান ফুটবল লিগে যাত্রা শুরু করলেন পর্তুগিজ মহাতারকা। এদিন ম্যাসিমিলানো আলেগ্রির শীষ্যরা জয় পেলেও খানিকটা অনুজ্জ্বল ছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

ম্যাচে গোল করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে চ্যাম্পিয়ন জুভেন্টাস শিয়েভোর বিপক্ষে ঠিকই ৩-২ গোলের জয় পেয়েছে। অন্যদিকে নাপোলির কোচ হিসেকে কার্লো আনচেলত্তিও ল্যাজিওর বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ গোলের জয় দিয়ে যাত্রা শুরু করেছেন। ফলে ২০১৮-১৯ মৌসুমের প্রথম দিনটি তাই অঘটন ছাড়াই শেষ হয়েছে।

৩৩ বছর বয়সী রোনালদো রিয়াল মাদ্রিদ থেকে ১০০ মিলিয়ন ইউরোতে গত মাসে তুরিনের জায়ান্ট ক্লাবটিতে যোগ দেন। নিজে গোলের চারটি সুযোগ নষ্ট করলেও তিন পয়েন্ট নিয়ে জুভেন্টাস লিগ শুরু করায় ম্যাচ শেষে উচ্ছসিত রোনালদো টুইটারে লিখেছেন, ‘জুভ জার্সি গায়ে প্রথম জয়ে আমি দারুন খুশী।’

ইতালিয়ান ফেডেরিকো বারনারডেশচি ইনজুরি টাইমে গোল করে দলের জয় নিশ্চিত করেন। এর দুই মিনিট আগে শিয়েভো গোলরক্ষক স্টিফানো সোরেতিনো পর্তুগীজ সুপারস্টারের সাথে সংঘর্ষে মাঠ ছাড়তে বাধ্য হন, পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে।

জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেছেন, ‘প্রত্যেকেই গোলের অপেক্ষায় ছিল। রোনালদো গোল করতে না পারাটা দুঃখজনক। কিন্তু সোরেতিনো দু’বার তাকে হতাশ করেছে। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠা ছাড়াটা সত্যিই স্বস্তিদায়ক ছিল। সে যা করেছে তাতে আমরা খুশী। সে নিজেও তার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট। আমরা এখনো রোনালদোকে জানার প্রক্রিয়ায় আছি। আজ সে পাওলো দিবালার সাথে ভালই সমঝোতা করে খেলেছে। যতটা সহজে সে নিজেকে মানিয়ে নিয়েছে তাতে আমি দারুন খুশী।’

ব্রাজিলিয়ান লেফট-ব্যাক এলেক্স সান্দ্রো বলেছেন, ‘রোনালদোর সাথে খেলতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছি। সে একজন অসাধারণ খেলোয়াড়। আমরা একে অপরকে বুঝতে পারি, এজন্য আমরা একটি যথার্থ দলে পরিণত হয়েছি। এভাবেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

ভেরোনার বেনতেগোতি স্টেডিয়ামে ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যেই জার্মান মিডফিল্ডার সামি খেদিরার গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। পোলিশ স্ট্রাইকার মারিয়াস স্টেপেনিস্কি শিয়েভোর হয়ে ৩৭ মিনিটে সমতা ফেরান। ৫৬ মিনিটে স্পট কিক থেকে এমানুয়েল গিয়াচেরিনির গোলে শিয়েভো এগিয়ে যায়। জুভেন্টাসের নতুন চুক্তিভূক্ত হোয়াও কানসেলোর ফাউলের বিপরীতে পেনাল্টি আদায় করে নেয় শিয়েভো।

তবে ৭৫ মিনিটে মাত্তিয়া বানির আত্মঘাতি গোলে সমতায় ফেরে জুভেন্টাস। ম্যাচটির ভাগ্য যখন ড্রয়ের দিকেই গড়াচ্ছিল ঠিক তখনই ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে বদলী খেলোয়াড় বারনারডেসচির গোলে জুভেন্টাসের জয় নিশ্চিত হয়। এর আগে রোনালদোর সাথে সোরেতিনোর সংঘর্ষের সময় মারিন মান্দজুকিচের দেয়া গোল ফাউলের কারনে বাতিল হয়ে যায়। সোরেতিনোর বদলী হিসেবে আন্দ্রে সিকুলিন নামার সাথে সাথেই গোল হজম করতে হয় শিয়েভোকে।

চেলসি ও রিয়াল মাদ্রিদের হয়ে সফল ৯ বছর কাটানোর পরে আবারো নিজ দেশ ইতালিতে ফিরে এসে আনচেলত্তিও জয় দিয়েই লিগের যাত্রা শুরু করেছে। নাপোলিতে তিনি মরিসিও সারির স্থলাভিষিক্ত হয়েছেন। সিরি-আ লিগে ১৮ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্য ধরে রাখাই এখন আনচেলত্তির সামনে মূল চ্যালেঞ্জ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!