• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিজ জিততে চায় জিম্বাবুয়ে


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০১৮, ১০:১৩ এএম
সিরিজ জিততে চায় জিম্বাবুয়ে

ঢাকা: বাংলাদেশে পা রেখেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। শুক্রবারই কয়েকটি ভাগে ভাগ হয়ে ঢাকায় পৌঁছেছে গ্রেয়াম ক্রেমারের দল। বাংলাদেশে আসার  আগে দক্ষিণ আফ্রিকা সফরটা ভাল কাটেনি জিম্বাবুয়ের।

ইতিহাসের প্রথম চারদিনের টেস্টে গো হারা হেরেছে দলটি। ত্রিদেশীয় সিরিজে সেটি ভুলে গিয়ে নতুন শুরু করবে জিম্বাবুয়ে, বাংলাদেশে আসার আগে সেদেশের সংবাদ সম্মেলনে তেমনটাই বলে এসেছেন অধিনায়ক ক্রেমার।

তার ভাষায়,‘ আমরা দক্ষিণ আফ্রিকায় খুবই বাজে একটা সিরিজ শেষ করেছি। ওটা ছিল টেস্ট ম্যাচ। আসছে সিরিজে ভাল করব। আমরা ওয়ানডেতে দারুন শক্তিশালি দল। আশা করি এই ফরম্যাটে আমরা ভাল করব। তাই এই সিরিজে জয়ের আত্মবিশ্বাস আমাদের আছে।’

এর আগেও বেশ ক’বার বাংলাদেশের মাটিতে খেলে গেছেন ক্রেমার। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন,‘ আমরা আগেও বাংলাদেশে ভাল করেছি। ওখানকার কন্ডিশন সম্পর্কে বেশ ভাল ধারনাই রয়েছে। বাংলাদেশ নিজেদের মাঠে খুব ভাল ব্যাটিং করে। তারা কন্ডিশনের ফায়দা তুলতে জানে। সিরিজ জেতার ব্যাপারে আমাদেরও আত্মবিশ্বাস রয়েছে। আমরা প্রতিপক্ষের চেয়ে নিজেদের খেলার ওপরই বেশি জোর দেব।’

 সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!