• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরিজ হারের শিক্ষা টেস্টে কাজে লাগাতে চান কোহলি


ক্রীড়া ডেস্ক জুলাই ১৮, ২০১৮, ১১:৫০ এএম
সিরিজ হারের শিক্ষা টেস্টে কাজে লাগাতে চান কোহলি

ঢাকা : টানা নয়টি সিরিজ জয়ের পর অবশেষে থামল ভারত। যারা টিম ইন্ডিয়ার বিজয়রথ থামাল সেই ইংল্যান্ডের এটি আবার টানা অষ্টম সিরিজ জয়। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পরে এটাই ভারতের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হার। নেতৃত্বে আসার পরে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হেরে মঙ্গলবার অধিনায়ক বিরাট কোহলি স্বীকার করে নিলেন, ‘যাদের জয় প্রাপ্য ছিল, তারাই জিতেছে। আমরা আজ কখনও জেতার জায়গায় যেতে পারিনি।’

ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে জয়ের পর টানা দু’টি ম্যাচে হার। মঙ্গলবার ভারতীয় বোলাররা জো রুট ও অধিনায়ক ইয়ন মরগ্যানকে আউট করতে পারেননি। একাধিক ক্যাচও ফস্কান ভারতীয় ফিল্ডাররা। রুট তাঁর ১৩ নম্বর ওয়ানডে সেঞ্চুরি করে দলকে ম্যাচ জিতিয়ে দেন মরগ্যানকে সঙ্গে নিয়ে। তাঁদের ১৮৬ রানের জুটিই ইংল্যান্ডকে জয় এনে দেয়।

ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, ‘ইংল্যান্ডের মতো দলকে হারাতে হলে আমাদের সেরা পারফরম্যান্স দেখাতেই হবে। ওদের বোলাররা ভালো বোলিং করেছে। বিশেষ করে স্পিনাররা।’

তবে ব্যাটিং অর্ডার বদল ও দলে পরিবর্তনের সিদ্ধান্তকে সমর্থনই করেন ভারত অধিনায়ক, ‘ব্যাটিং অর্ডার বদলে কোনও আফসোস নেই। ভেবেছিলাম দীনেশ ভালো খেলবে। কিন্তু ও শুরুটা ভাল করেও তা ধরে রাখতে পারল না। আসলে পরিবর্তন করে তা কাজে না এলে মনে হয়, এটার দরকার ছিল না। আর এই ধরনের ম্যাচগুলোই শিখিয়ে দেয়, কোন কোন জায়গায় উন্নতি করতে হবে।’

বিশ্বকাপের আগে দলের মধ্যে ভারসাম্য আনতে চান কোহলি। তাঁর মতে, ‘বিশ্বকাপ শুরুর আগেই দলকে ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। সব বিভাগেই উন্নতি করতে হবে আমাদের।’ সামনেই টেস্ট সিরিজ যা নিয়ে কোহলি বলছেন, ‘টেস্ট দল প্রায় তৈরিই আছে। দীর্ঘ সিরিজ। আমরা কঠিন ক্রিকেট খেলতে চাই। ইংল্যান্ডও নিশ্চয়ই সে রকমই খেলবে।’

অন্যদিকে, সিরিজ সেরা রুটও বলেন, ‘দুই দলই টেস্টে ভালো খেলছে। তাই সিরিজটা বেশ উত্তেজনাপূর্ণ হবে বলেই মনে হয়।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!