• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় নুসরা ফ্রন্টের কমান্ডার নিহত


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০১৬, ১২:০৩ পিএম
সিরিয়ায় নুসরা ফ্রন্টের কমান্ডার নিহত

সিরিয়ায় সক্রিয় বিদ্রোহীদের সংগঠন জাবাত ফাতেহ আল শামের (আল-নুসরা ফ্রন্ট) জ্যেষ্ঠ কমান্ডার আবু ওমর সারাকেব নিহত হয়েছেন। বিদ্রোহী একটি সূত্রের বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আলেপ্পো প্রদেশে এক বিমান হামলায় নিহত হয়েছেন কমান্ডার আবু ওমর সারাকেব।

ওই বিবৃতিতে আরও জানানো হয়, তবে কোন দেশের চালানো হামলায় তিনি নিহত হয়েছেন, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আল-নুসরা ফ্রন্ট। ওই সময়ে সংগঠনটির নাম পরিবর্তন করে জাবাত ফাতেহ আল শাম করা হয়।

জাবাত ফাতেহসহ বিদ্রোহীদের বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে নিয়মিতই বিমান হামলা চালাচ্ছে সিরীয় সরকার, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট।

একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আলেপ্পো শহরের পশ্চিমে কাফর নাহা গ্রামের একটি আস্তানায় আবু ওমর সারাকেবসহ আরো কয়েকজনের ওপর হামলা চালানো হয়।

অসমর্থিত আরেকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলায় জাবাত ফাতেহ আল শামের জ্যেষ্ঠ কয়েকজন নেতা হতাহত হয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এএম
 

Wordbridge School
Link copied!